Scores

পেইনের অধিনায়কত্বে ওয়ার্নের বিরক্তি!

দল যখন প্রবল ঝড়ে টালমাটাল, তখন অধিনায়কত্বের মতো কঠিন দায়িত্ব মাথায় নিয়েছেন। তার নেতৃত্বে দলের পারফরমেন্সও ছিল সন্তোষজনক। দক্ষিণ আফ্রিকা সফর শেষে এই টিম পেইনকেই ওয়ানডে ফরম্যাটের স্থায়ী অধিনায়ক করা হয়। অনেকেই তাই তার মাঝে খুঁজে পাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ।

পেইনের অধিনায়কত্বে ওয়ার্নের বিরক্তি!

তবে সেই পেইনের অধিনায়কত্ব পছন্দ নয় অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেট ব্যক্তিত্ব ও সাবেক বিশ্ব কাঁপানো স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের মতে, একজন উইকেটরক্ষক অধিনায়ক হিসেবে দলকে ঠিকঠাক সামলাতে পারেন না। উইকেটরক্ষকের ভূমিকায় থাকা ক্রিকেটার বড়োজোর দলের সহ-অধিনায়ক হতে পারেন। আর তাই পেইনকে অধিনায়ক হিসেবে রাখাও উচিত নয়।

Also Read - বেফাঁস মন্তব্য করায় হাফিজকে পিসিবির শোকজ


ওয়ার্নের এমন যুক্তি ঝড় তুলেছে ক্রিকেট মিডিয়ায়। তার মতো জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বের নতুন অধিনায়ক খোঁজার পরামর্শে ক্রিকেট অস্ট্রেলিয়া নড়েচড়ে বসে কি না, সেটিও ভাবছেন অনেকে।

ওয়ার্ন বলেন-

‘আমার মনে হয় না (টিম) পেইন দীর্ঘমেয়াদে অধিনায়ক থাকার মতো খেলোয়াড়। হ্যা! সে তার এই সংক্ষিপ্ত সময়ের অধিনায়কত্ব দুর্দান্ত করেছে। তবে আমাদের এখন ভবিষ্যত নিয়ে ভাবা উচিৎ।’

শুধু অধিনায়কত্বে নয়, ওয়ার্ন শক্তির বৃদ্ধি চান কোচিং স্টাফেও। ওয়ার্ন বলেন, ‘তিন ফরম্যাটের জন্য আমাদের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গার আছেন। আশা করি শীঘ্রই টেস্ট এবং ওয়ানডের জন্য আলাদা দুইজন নিয়োগ দেয়া হবে। এছাড়াও তিন ফরম্যাটে  ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে খেলার সময় এসেছে আমাদের।’

উইকেটরক্ষকরা ভালো অধিনায়ক হতে পারেন না- এমন যুক্তির পেছনে ওয়ার্ন টেনে আনেন একসময়ের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের উদাহরণও। ওয়ার্ন বলেন, ‘আমি গিলির (গিলক্রিস্ট) সামনেই বলে দিচ্ছি উইকেটরক্ষকরা কখনই ভালো অধিনায়ক হয় না। তবে তারা দুর্দান্ত সহ-অধিনায়ক হতে পারে। মাঠের মধ্যে অধিনায়ককে যথাযথ পরামর্শ দেয়া সহ ফিল্ডিং সাজানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন উইকেটরক্ষক।’

উল্লেখ্য, আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ঐ সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হবে পেইনের।

আরও পড়ুনঃ কোহলির চোখে ভিলিয়ার্স ‘স্পাইডারম্যান’!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

সরে দাঁড়ালেন ওয়ার্নার

মদের পরিবর্তে স্যানিটাইজার উৎপাদন করছেন শেন ওয়ার্ন

করোনা ইস্যুতে নিজের বাড়ি নিলামে তুলছেন শেন ওয়ার্ন

পেইনের কাছে ক্রিকেট এখন তুচ্ছ