Scores

পেছানো হলো ডিপিএলের চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলা

পেছানো হলো ডিপিএলের চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলা
বৈরী আবহাওয়ার জন্য পেছানো হয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৬-১৭ আসরের চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের খেলার সময়সূচি। ২৩ এপ্রিল থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা থাকলেও শনিবারের ভারী বর্ষণ বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে আকস্মিকভাবে ডিপিএলের খেলা দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে সিসিডিএম।

নতুন সময়সূচি অনুযায়ী চলতি ডিপিএলের চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াবে ২৫ এপ্রিল থেকে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম কো-অর্ডিনেটর আমিন খান বলেন, ‘বৈরী আবহাওয়ার জন্য খেলা দুদিন বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস আছে। তাই ২৩ ও ২৪ এপ্রিল খেলা স্থগিত রাখা হয়েছে।’

২৫ ও ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি নতুন সূচি অনুযায়ী পঞ্চম রাউন্ড ২৮ ও ২৯ এপ্রিল এবং ষষ্ঠ রাউন্ডের খেলা মাঠে গড়াবে যথাক্রমে ১ ও ২ মে। প্রথম তিন রাউন্ডের মতো চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলাগুলোও ওনুশঠিত হবে তিনটি ভেন্যু যথাক্রমে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর ও ৪ নম্বর মাঠে।

Also Read - নতুন স্পন্সরের খোঁজে বিসিবি, নিলাম ২৯ এপ্রিলআরো পড়ুনঃ নতুন স্পন্সরের খোঁজে বিসিবি


চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের সূচি-
পেছানো হলো ডিপিএলের চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আগস্টে ‘এলপিএল’ আয়োজন করবে শ্রীলঙ্কা

‘আমি চাই খেলা হবে পরিষ্কার’

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

অবসরের আগে বিদেশি লিগ খেলতে চেয়ে বিপাকে ভারতীয় স্পিনার

এবার কোচের ভূমিকায় দেখা যাবে ধোনিকে