Scores

পেছায়নি বিপিএল, একাদশে সর্বোচ্চ ৪ বিদেশী

সম্ভাব্য সূচিতে ৬ ডিসেম্বর থেকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা থাকলেও শঙ্কা ছিল পেছানোর। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনিস জানিয়েছেন বিপিএল শুরু  হওয়ার তারিখ পেছায়নি।

পেছায়নি বিপিএল, একাদশে সর্বোচ্চ ৪ বিদেশী

 

Also Read - হাম্বানটোটায় বাংলাদেশি বোলারদের উইকেট খরা!


সোমবার সাংবাদিকদের জালাল ইউনুস জানান যথা সময়ে বিপিএল শুরুর করার জন্য কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

তিনি বলেন,  “যে শিডিউল দেওয়া আছে, ৬ ডিসেম্বর শুরু হবে সেটাই আছে। এর জন্য ক্রিকেট বোর্ডের কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের যে সিইও আছে, তার আমাদের বাকি ম্যানেজারদের নিয়ে যে কাজগুলো করার কথা, কাগজপত্রের যে কাজগুলো করার কথা- সেই কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।”

পৃষ্ঠপোষকদের সাথেও আলোচনায় বসা হবে বলে জানান তিনি। তিনি বলেন,  “শীঘ্রই আমরা যে টিমগুলোর স্পন্সর বা পার্টনার নেওয়ার কথা হয়েছে – তাদের সাথে আমরা বসব।”

গত বিপিএলের মতো এবারও একাদশে চার পর্যন্ত বিদেশী খেলোয়াড় রাখা যাবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “ফরম্যাট প্রায় আগের মতই থাকবে। ৪ জন বিদেশী খেলোয়াড়ের নিয়ম আগে ছিল- এবারও ৪ জনই থাকবে।” ২০১৭ সালের বিপিএলে একাদশে সর্বোচ্চ  পাঁচজন বিদেশী খেলোয়ার রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বেশ সমালোচিত হয়েছিল সেই সিদ্ধান্ত।

এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে। এ বিশেষ সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এ আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। অংশ নিতে যাওয়া সাত দল থাকবে বিসিবির অধীনে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সাকিবের কাছ থেকে এটা আশা করি না : জালাল

বোর্ডের দরবারে অমীমাংসিতই থাকল সুজন-সাকিব ইস্যু

কোচের তালিকায় হেরাথের নাম প্রকাশ হওয়ায় বিব্রত বিসিবি

‘তিনটি দল গঠন করার মতো খেলোয়াড় আমাদের নেই’

ইউটিউবে দেখা যাবে প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ