পেসারদের জন্য ল্যাঙ্গাভেল্টের যে ‘দাওয়াই’
২১ আগস্ট বাংলাদেশে এসে ২২ আগস্ট থেকে নতুন শিষ্যদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার কন্ডিশনিং ক্যাম্পে পেসারদের দেখভাল করছেন। পেসার শফিউল ইসলাম জানিয়েছেন, কোন কোন বিষয় নিয়ে এখন পর্যন্ত কাজ হয়েছে নতুন বোলিং কোচের সাথে।

ল্যাঙ্গেভেল্ট নিজে ছিলেন সাড়া জাগানো পেসার। বাংলাদেশের ‘নাজুক’ পেস বোলিং ইউনিট কীভাবে উন্নতি করতে পারে- সেটি তাই তিনি ভালো করেই বুঝতে পারার কথা। সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের আমলে টাইগারদের দৃশ্যমান উন্নতি হয়নি। তাই প্রশ্ন জাগা স্বাভাবিক- আরেক ভিনদেশি কোচ ল্যাঙ্গাভেল্ট কেমন কাজ করছেন?
সোমবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নতুন কোচের ব্যাপারে মুখ খুলেন শফিউল। এ সময় অভিজ্ঞ এই পেসারকে কোচের কাজ নিয়ে সন্তুষ্টই মনে হয়েছে।
Also Read - প্রতিদিন উন্নতির চেষ্টা করে যাচ্ছেন শফিউললাইন-লেন্থ ঠিক রেখে ক্রমাগত সঠিক জায়গায় বল ফেলার তাগিদ দিয়ে কোচ আরও কী কী শেখালেন এই কদিনে, তা জানিয়ে শফিউল বলেন, ‘পেস বোলিংয়ে গ্রিপ প্রধান জিনিস। পুরনো বলে রিভার্সের জন্য গ্রিপ কেমন হওয়া উচিৎ, এটা দেখিয়েছেন। শেখার আসলে কোনো শেষ নেই। একেকজনের শেখানোর পদ্ধতি একেকরকম। অনেকের অনেক ধরণের গ্রিপ হয়। এভাবে ধরলে রিভার্স ভালো হচ্ছে, পজিশন ভালো হচ্ছে- এসব কীভাবে ভালো করা যায় কোচ সেটাই দেখাচ্ছেন। যেটায় ভুল থাকে সেটা সংশোধন করে দিচ্ছেন।’
এছাড়া ফিটনেসে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য শিষ্যদের পরামর্শ দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট। শফিউল জানান, ‘টেস্ট ক্রিকেট খেললে তো ফিটনেস অবশ্যই দরকার। কোচের একটাই কথা- আমি সকালে যে গতিতে বল করব, দিনের শেষ বলটাও যেন ঐ গতিতেই করতে পারি। এজন্য অবশ্যই ফিটনেস দরকার। ফিটনেসে উন্নতির অনেক জায়গা থাকে। যে পর্যায়েই থাকো ফিটনেস বাড়ানোর চেষ্টা করো, এটা পারফর্মে কাজে দিবে- এটাই বলেছেন তিনি।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।