Scores

পেসারদের ভিডিও কলে পরামর্শ দিচ্ছেন গিবসন

করোনার প্রকোপে বন্ধ আছে খেলা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না কমার ফলে অনুশীলনেও নামতে পারছেন না ক্রিকেটাররা। কারোনার কারণে নিজ দেশে ফিরে গেছেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের প্রায় প্রত্যেকে। তবে শিষ্যদের খোঁজখবর ঠিকই রাখছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এমনিতেই বেশ চ্যালেঞ্জিং। নেই নিয়মিত কোন অনুশীলনও। এর ফলে ফিটনেস ঠিক রাখতে সবথেকে বেশি বেগ পেতে হচ্ছে পেসারদের। তবে এমন সংকটপূর্ণ সময়ে কোচ গিবসনকে পাশে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরীরা।

Also Read - বাংলাদেশের ম্লান ফর্মে আহত সৌরভরা


ভিডিও কনফারেন্সে পেসারদের ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন এই সাবেক ক্যরিবিয়ান পেসার ।

এ প্রসঙ্গে জাতীয় দলের এক পেসার বলেন, ‘ভিডিও কলে গিবসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এখন তো খেলা নেই, অনুশীলনও নেই। আমরা আগে যতটুকু শক্তিশালী ছিলাম এখন বসে থাকার সময়ে বাসায় বসে ফিটনেস ট্রেনিং করছি। এই সময়ে আগের চেয়ে শক্তিশালী হয়ে আসতে বললেন। যে দুর্বলতা ছিল সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

গিবসন মনে করেন বোলারদের ফিটনেস ঠিক থাকলে অ্যাকুরিসি আসতে খুব বেশি সময় লাগবে না। এছাড়াও বৈঠকে বোলারদের টেকনিক, ট্যাকটিকস ও ফিল্ডিংয়ের উন্নতি নিয়েও কথা বলেছেন গিবসন। শিষ্যদের বোলিংয়ের ভিডিও করে পাঠাতে বলেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্রিকেটার বলেন, ‘ওনার মূল ফোকাস ছিল আমাদের ফিটনেসের ওপর। গিবসন যেটা বললেন, আমরা যদি এখন ফিট থাকি তাহলে বোলিং অ্যাকুরিসি আসতে সময় লাগবে না। দুই-তিন দিনের অনুশীলনে এসে যাবে।’

‘আমাদের টেকনিক, ট্যাকটিকস ও ফিল্ডিং নিয়েও আলোচনা করেছেন তিনি। কী করলে আমরা এসব জায়গায় উন্নতি করেত পারবো তা বলে দিয়েছেন। আমাদের বোলিং ভিডিও করে তাকে পাঠাতে বলেছেন।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গিবসনের অবসরের পরামর্শে মাশরাফি যা বলছেন

মাশরাফির অবসর চান গিবসন

চাইলেও চাকরি ছাড়তে পারবেন না গিবসন!

গিবসনকে পেয়ে খুশি বিসিবি

বাংলাদেশের পেসারদের নতুন কোচের নাম ঘোষণা