প্যাটেলের বাদ পড়ার পেছনে ‘কন্ট্রোভার্সির’ ভূমিকাও দেখছেন মিঠুন
টিম কম্বিনেশনের সাথে কন্ট্রোভার্সির ভূমিকাও দেখছেন মিঠুন।

প্যাটেলের বাদ পড়ার পেছনে ‘কন্ট্রোভার্সির’ ভূমিকাও দেখছেন মিঠুন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-17T21:01:54+06:00
আপডেট হয়েছে - 2024-02-17T21:01:54+06:00
এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হেরেছে সিলেট। এই হারের ফলে নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে তাদের বিদায়। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মোহাম্মদ মিঠু্ন।
কিছুদিন আগে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে অসদাচরণ করে খবরের শিরোনাম হয়েছিলেন সিলেটের অলরাউন্ডার সামিত প্যাটেল। পরে সিলেটের পক্ষ থেকে এই বিষয়ে ক্ষমাও চাওয়া হয়েছিল। বরিশালের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হয়নি প্যাটেলের। এখানে সেই বিতর্কের কিছুটা অবদান আছে বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
বরিশালের কাছে হারার পর সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘কিছু কন্ট্রোভার্সি ছিল। ওদের অনেকগুলো বাঁহাতি ছিল। সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা লেফটি খেলিয়েও আমরা তাকে বল করাতে পারছিলাম না। আরেকটা খেলালেও হয়ত সংগ্রাম করতে দেখা যেত। সামিত প্যাটেল আমি বলব না যে পারফরম্যান্সের কারণে বাইরে গেছে। তার বাইরে যাওয়ার পেছনে আমি যতটুকু জানি কিছুটা কন্ট্রোভার্সির বিষয়টাও ছিল।’
টুর্নামেন্টজুড়ে সিলেটের দলে খুব নামকরা ক্রিকেটারের অভাব ছিল। বরিশালের বিপক্ষেও অখ্যাত লঙ্কান অ্যাঞ্জেলো পেরেরাকে খেলিয়েছে সিলেট। এই ব্যাপারে মিঠুন বলেন, ‘দেখেন এটা তো আমাদের বিষয় না। প্লেয়াররা কখনও প্লেয়ার সিলেক্ট করে না কে আসবে কে না আসবে। এটা ম্যানেজমেন্টের ব্যাপার। না এই ব্যাপারে আমার খুব একটা অবদান ছিল না এই ব্যাপারে। আমাদের বিদেশি কম, আমরা খুঁজতেসিলাম। এখন বিদেশি কিন্তু কোথাও পাওয়া যায় না। দলেরও বাজেট বলেন আনুষাঙ্গিক অনেক বিষয় থাকতে। উনারা সিদ্ধান্ত নিয়েছেন। উনারা জানেন প্ল্যানটা কী।’
এছাড়া বেন কাটিং চোটের কারণে খেলতে না পারায় দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন মিঠুন, ‘বেন কাটিং ইঞ্জুরড ছিল বলেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ফিট থাকত যদি বা খেলার সুযোগ থাকত তাহলে রেখে দেওয়া হত। সে টুর্নামেন্ট থেকে আউট বলেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
১০ ম্যাচের মধ্যে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।