
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একমাস আগে পরস্পরের বিরুদ্ধে কথার যুদ্ধে লিপ্ত হলেন পাকিস্তানের হয়ে টুর্নামেন্টের দুই অংশগ্রহণকারী উমর আকমল এবং জুনায়েদ খান।
ঘটনার শুরু ঘরোয়া লীগে উমর আকমলের দল পাঞ্জাব প্রভিন্সের বিপক্ষে সিন্ধুর খেলার সময়। ম্যাচের আগে উমর আকমলকে তার দল সম্পর্কে প্রশ্ন করা হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশের কাছ থেকে শিখতে চায় আয়ারল্যান্ড
এসময় আকমল জানান, ম্যাচে পেসার জুনায়ের খানের পরিবর্তে খেলবেন অলরাউন্ডার নাসির নজীর। তিনি বলেন, ‘মাঠে প্রবেশের সময় আমি জানতে পারি, সে (জুনায়েদ খান) এখানে অনুপস্থিত। আমি খুব অবাক হয়েছি। ম্যানেজার এবং কোচ আমাকে জানান, জুনায়েদ আজ খেলবে না। একজন অধিনায়ক হিসেবে এটি আমার জন্য বিস্ময়ের।’
তবে ঘটনা অন্যদিকে মোড় নেয় খানিক পরই। মিনিটখানেক পর জুনায়েদ এক ভিডিওবার্তায় বলেন, ‘উমার আকমল মাত্র বলল আমি ম্যাচ থেকে পালিয়ে এসেছি- এটা শুনে আমি খুবই হতাশ। সত্যি ব্যাপারটি হচ্ছে, আমি খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় ভুগছি। আমি বিষয়টা দলকে জানিয়েছি এবং তারা আমাকে সতর্কতার সাথে বলেছেন বিশ্রাম নিতে।’
এরপর সমর্থকদের মধ্যে এ নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। যদিও এরপর আকমল কী বলেছেন, তা জানা যায়নি! এদিকে এ বিতর্ক খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম