Scores

প্রকাশ্যে খেলায় ছলচাতুরি, তোপের মুখে হাসান আলি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বেশ আগেভাগেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। ইংল্যান্ডের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি কিছু প্রস্তুতি ম্যাচ ও খেলছে পাকিস্তান ইংল্যান্ডে। শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে কেন্টের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান। ইমাদ ওয়াসিমের শতকে ৩৫৮ রানের রান পাহাড়ে পৌছায় পাকিস্তানের সংগ্রহ। জবাবে কেন্ট ব্যাট করতে নেমে ২৫৮ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তান ম্যাচটি জিতে নেয় ১০০ রানে।

 

প্রকাশ্যে খেলায় ছলচাতুরি করে তোপের মুখে হাসান আলি
ছবি : ক্রিকইনফো

 

Also Read - বিশ্বকাপের আগে অকস্মাৎ ছুটিতে মালিক


তবে শনিবারের ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে হাসান আলির অভিনব চুরি। কেন্টের ব্যাটসম্যান এলেক্স ব্লেকের ক্যাচ নিয়েই এই বিতর্ক।
ব্লেক হাসান আলির করা বলটি আকাশে তুলে দেন সামনেই। সাথে সাথে হাসান আলি বলটি লুফে নিলেও মুহুর্তের মাঝেই তা তার হাত ফসকে পরে যায় নিচে। তবে হাসান আলি তখন তার চিরচেনা ভঙ্গিতে উদযাপন করতে থাকেন যেন তিনি আসলেই ক্যাচটি ধরেছেন। আম্পায়ারও বিষয়টি না বুঝতে পেরে সাথে সাথে আউট দিয়ে দেন। ব্লেক প্রথমে প্রশ্ন তুলতে চাইলেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে চলে যান প্যাভিলিয়নে।

আউট হওয়ার আগে ছয় চার ও ছয় ছক্কায় ৪৮ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলেন এলেক্স ব্লেক। তার আউটের পর তাসের ঘরের মতো ভেঙ্গে যায় কেন্টের ইনিংস।

তবে হাসান আলির দাবি তিনি ক্যাচটি সঠিকভাবে ধরার পরই তা ফেলে উদযাপন করেছেন।

হাসান আলির এই যুক্তি ধোপে টিকেনি ক্রিকেট ভক্তদের কাছে। কারন ভিডিওতে অনেকটা পরিষ্কার বোঝা যাচ্ছিল বলটি তার হাত থেকে পরে গিয়েছে। এই ঘটনার পর টুইটারে তীব্র সমালোচনার মুখে পরেন হাসান আলী। বিশেষ করে ইংল্যান্ডের ভক্তদের তোপের মুখে পরতে হয় তাকে, এতে যোগ দেন ক্রিকেটাররাও। একহাত নেওয়া হয় আম্পায়ারকেও। এই ধরনের সিদ্ধান্তের জন্য আম্পায়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। দেখে নিন কিছু টুইট এই ব্যাপারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের ঠাট্টা

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পান্ডিয়া!

মুশফিকের বিতর্কিত আউট নিয়ে সমালোচনার ঝড়

স্টোকসের বীরত্বে টুইটারে প্রশংসার জোয়ার

শোয়েবের মুখোশ উম্মোচন করলেন যুবরাজ