SCORE

প্রচুর অনুশীলনে সফলতা দেখছেন মাশরাফি

টেস্ট সিরিজের দুই ম্যাচ ও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা সফররত টাইগাররা হেরেছে দ্বিতীয় ওয়ানডেতেও। এতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও চলে গেছে মাশরাফি বিন মুর্তজার মুঠোর নিয়ন্ত্রণ থেকে।

MASHRAFEE+1

দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে কথা বলেন অধিনায়ক মাশরাফি। এ সময় তিনি দক্ষিণ আফ্রিকার মতো অচেনা কন্ডিশনে ভালো করার জন্য প্রচুর অনুশীলনের প্রয়োজনীয়তা জানান।

Also Read - বিশ্বের চতুর্থ ধনী কোচ হাথুরুসিংহে

মাশরাফি বলেন, ‘অবশ্যই অনুশীলন দরকার আছে। অনুশীলনের বিকল্প কিছু নেই। এই ধরনের কন্ডিশনে ভালো করার জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আমার মনে হয় না, সিরিজের মধ্যে এটা সম্ভব। যখন অফ সিজন থাকে বা বিরতি থাকে তখন সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ না করলে এই ধরনের কন্ডিশনে এসে এমন সংগ্রাম করতে হবে।’

দক্ষিণ আফ্রিকায় দলগত পারফরমেন্স জিনিসটা বাংলাদেশের নেই বললেই চলে। ব্যাপারটি স্বীকার করে নিলেন মাশরাফিও- ‘আমার মনে হয়, আমরা গ্রুপ হিসেবে ভালো খেলতে পারছি না। হঠাৎ করে কেউ কেউ এগিয়ে আসছে। কিন্তু গ্রুপ হিসেবে ভালো খেলাটা এখনও হয়ে উঠছে না।

প্রোটিয়াদের ম্যাচ জয়ের পেছনে মাশরাফি কৃতিত্ব দিলেন ডি ভিলিয়ার্সের ১৭৬ রানের ঝড়ো ইনিংসকে। মাশরাফি বলেন, ‘ও যদি একশ করার পরপরই আউট হয়ে যেত, এটা অন্যরকম ম্যাচ হতে পারতো। ওর পরের ৭৬ রান অনেক পার্থক্য গড়ে দিয়েছে। আমরা সবাই এটা দেখেছি। ও নিজের দিনে যে কোনো দলকে গুঁড়িয়ে দিতে পারে।’

ম্যাচে ভিলিয়ার্সকে সাজঘরে পাঠানোর দু-দুটি সুযোগ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এটা পোড়াচ্ছে নড়াইল এক্সপ্রেসকে। তিনি বলেন, নিজের দিনে ডি ভিলিয়ার্স বিশ্বের সেরা। আজকে তার তেমন দিন ছিল। দুয়েকটা সুযোগ এসেছিল, হয়তো ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। যে কোনো একটা সুযোগ কাজে লাগাতে পারলে খেলার চিত্রটা ভিন্ন রকম হত। হয়তো আমরা ম্যাচটা জিততেও পারতাম।’

মাশরাফি আরও বলেন,এবি ডি ভিলিয়ার্সের মানের ব্যাটসম্যানের অভাব সারা পৃথিবীর সব দলেরই আছে। সাকিব পরপর দুইটা উইকেট নেওয়ার পর আমরা কিছুটা হলেও খেলায় ফিরছিলাম। ডি ভিলিয়ার্সের উইকেটটা আমাদের দরকার ছিল। ওর উইকেট পেলে হয়তো আমরা ম্যাচে খুব ভালোভাবে ফিরতে পারতাম।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইনজুরির কারণে টি-২০ সিরিজে নেই ডু প্লেসিস

প্রোটিয়াদের মুখে খুশির ঝিলিক

সাকিবে ভরসা মাশরাফির

‘দেশের ক্রিকেটের জন্য বিপদসংকেত’

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ৩৭০