প্রতিদান দেওয়া এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব : সাকিব
যে ক্রিকেট তাকে বিশ্বজোড়া পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছে, সেই ক্রিকেট থেকে দীর্ঘ এক বছর দূরে থাকতে হয়েছে। আইসিসির নিষেধাজ্ঞা শেষ করে সাকিব অবশ্য এখন ‘মুক্ত’। দেশে ফিরে এবার যে স্বস্তির বাতাস পেলেন তা আগে কখনোই পাননি। মুক্ত সাকিব এবার দিতে চান ভালোবাসার প্রতিদান।
সাকিবের সাথে তুলনা করা যেতে পারে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ কিংবা ডেভিড ওয়ার্নারকে। ‘লঘু পাপে গুরু দণ্ড’ পাওয়া স্মিথ-ওয়ার্নারকে নিয়েও এমন হইচই ছিল ক্রিকেট দুনিয়ায়, বিশেষ করে নিজেদের দেশে তো বটেই। যথারীতি সাকিবকে নিয়েও তাই। সাকিবের প্রত্যাবর্তন যেন বাংলাদেশের ক্রিকেটে উৎসবের আনন্দ এনে দিয়েছে। এই স্বস্তির সময়ে স্বস্তি নিয়ে সাকিব কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্ত, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
Also Read - দেশে ফিরলেন সাকিবশুক্রবার (৬ নভেম্বর) রাতের প্রথম প্রহরে দেশে পা রেখে সাকিব বলেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে। সবাই এখানে। আপনারা রাত জেগে এখানে আছেন, অনেকেই আছেন, সবাইকে ধন্যবাদ জানাবো। আমি চেষ্টা করছি যেন এটারই প্রতিদান দিতে পারি।’
মুখে একাধিক মাস্ক, ফেসশিল্ড। ভাইরাসের আতঙ্কে তটস্থ থাকাটা অস্বাভাবিক নয়। প্রতিরক্ষা সামগ্রীর কারণে সাকিবের উচ্ছ্বাসটা ঠিক দেখা গেল না। তবে কথায় তা স্পষ্টই ধরা পড়ল।
সাকিবের ভাষ্য, ‘অবশ্যই এবার দেশে একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এতটা স্বস্তিতে ছিলাম না। এখন সে জায়গা থেকে অনেকটাই স্বস্তি। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার ভালোবাসা, দোয়া, সমর্থনের প্রতিদান দেওয়া।’
‘এবারের ফেরা অবশ্যই ব্যতিক্রম। অন্যান্যবার হয়ত কোনো জায়গায় ঘোরা শেষে দেশে ফিরি। এবারো হয়ত কোনো একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু মাথার উপর যে চাপ ছিল সেই চাপটা ছেড়ে আসতে পারলাম। সবার প্রতিদান দেওয়াই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।’– বলেন সাকিব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।