Scores

প্রতিদিন ১০ হাজার মানুষকে খাওয়াবেন সৌরভ

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সবগুলো দেশেই নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। তাদের সহায়তায় এগিয়ে আসছেন ক্রিকেট অঙ্গনের তারকারা। সৌরভ গাঙ্গুলি যেমন এগিয়ে এসেছেন কলকাতার দুস্থদের সেবায়। তার অর্থায়নে প্রতিদিন ১০ হাজার মানুষ পাবেন খাবার।

প্রতিদিন ১০ হাজার মানুষকে খাওয়াবেন সৌরভ

ভারত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নিজ শহর কলকাতার একটি ইসকন হাউজে। সেখানে রামকৃষ্ণ মিশনের ত্রাণকার্যে প্রতিদিন ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হত। হাওড়ার বেলুড় মাঠে দুস্থরা বিনামূল্যেই এই সেবা নিতে পারতেন। সৌরভ সেখানে আরও ১০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন, সেই অনুযায়ী ত্রাণ দিয়েছেন। ব্যবস্থাপকদের হাতে তুলে দিয়েছেন ২ হাজার কেজি চাল।

Also Read - রান, উইকেট ও ক্যাচ সব শূন্য; তবুও ম্যাচসেরা


ঐ সংগঠন এক বিবৃতিতে জানায়, ‘আমরা দৈনিক দশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করছিলাম। দাদা (সৌরভ) সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এখন দৈনিক কুড়ি হাজার মানুষকে আমরা খাওয়াতে পারব।’

শনিবার সৌরভ নিজে উপস্থিত হয়ে অনেক খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় অবশ্য সচেতনতার দিকটিও মাথায় রেখেছিলেন কলকাতার ‘দাদা’। ত্রাণ দেওয়ার সময় যেন বেশি ভিড়ভাট্টা না হয় সেদিকে নজর রাখছিলেন। নিজেও ব্যবহার করছিলেন মাস্ক ও ভাইরাস প্রতিরোধী দস্তানা।


বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর দায়িত্ব বেড়েছে সৌরভের। মানবিকতা প্রদর্শনেও পিছপা হননি। বোর্ড থেকে বড় অঙ্কের টাকা তুলে দিয়েছেন সরকারী তহবিলে। ইতিপূর্বে নিজের ৫০ লাখ টাকা অনুদানও দিয়েছেন। এবার প্রতিদিন ১০ হাজার অসহায়ের খাদ্যের যোগান নিশ্চিত করলেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় মাশরাফির অনুদান

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর

লকডাউনে নিয়ম ভেঙে তোপের মুখে ভারতীয় পেসার

ঈদে মাশরাফি-সাকিবের অনুরোধ

চার তরুণ স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশের