Scores

প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের আশা রোডসের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। ইনজুরির কারণে দলে নেই উইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। দুই দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকলেও প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের আশা করছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।

সাকিবের নির্বাচন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন পাপন =
সাকিব আল হাসান। ছবি: বিডিক্রিকটাইম

ভারতের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন উইন্ডিজ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হোল্ডার। যার কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। এইদিকে আঙুলের চোট কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে ফেরার কথা থাকলেও অনুশীলনের সময় আবারো চোট পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম। যার কারণে প্রথম টেস্টও খেলা হচ্ছে না তামিমের।

দলে তার অনুপস্থিতি বেশ ভালো ভাবেই টের পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। ঐ সিরিজে দুই ওপেনার ইমরুল কায়েস লিটন কুমার দাস বড় রান করতে পারেননি। তাই তো এই সিরিজে তামিম না থাকাতে আফসোস থাকতেই পারে বাংলাদেশ দলের হেড কোচের। তবে এই ওপেনারের দ্রুত সুস্থ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী রোডস। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করছেন তিনি।

“চোট নিয়ে হোল্ডার দেশে ফিরে গেছে। আমাদেরও তামিম নেই, আশা করি সে দ্রুত ফিরে আসবে। যা হোক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে চলেছে এটি।”

Also Read - সৌম্যর বিদায়ের পর সাদমানের অর্ধশতক

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই উইন্ডিজের বিপক্ষেই। তবে সেবার উইন্ডিজের মাটিতে টেস্টে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিনি। ইতোমধ্যে ব্যাট হাতে অনুশীলনেও নেমে গিয়েছেন দলের এই সেরা ক্রিকেটার। সাকিবের ফেরা নিঃসন্দেহে দলের জন্য অনেক বড় ব্যাপার। এশিয়া কাপে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। তবে তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন হেড কোচ রোডস।

“সাকিবের ফেরাটা দারুণ ব্যাপার, ও দক্ষ ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে মাহমুদউল্লাহ বেশ ভালো অধিনায়কত্ব করেছে। তবে সাকিবের মানের একজন খেলোয়াড়, ব্যাটিং-বোলিং ছাড়াও যার বুদ্ধিমত্তা ও ট্যাকটিক্যাল জ্ঞান দুর্দান্ত, দলের সাফল্যের জন্য এমন একজন খুবই গুরুত্বপূর্ণ। সাকিবকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছি।”

আর যাই হোক তামিমের পাশাপাশি যে সাকিবকেও বাংলাদেশ মিস করেছে সেটার তো প্রমাণই পেয়েছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে।

আরও পড়ুনঃ সৌম্যর বিদায়ের পর সাদমানের অর্ধশতক

Related Articles

‘ক্লাবের চেয়ে দেশ বড়’

টিকটকে ভিডিও বানিয়ে বিপদেই পড়েছেন ইয়াসির শাহ

জনপ্রিয় ধারাভাষ্যকারকে হত্যার হুমকি এক ভারতীয়র!

অ্যারন ফিঞ্চের ক্যারিয়ারের সেরা সিরিজ!

মাশরাফির অগ্নিঝরা বোলিংয়ে ম্লান কায়েসের সেঞ্চুরি