Scores

প্রতিপক্ষ দুর্বল হলেও ভালো করার ক্ষুধা ছিল সাকিব-মুশফিকদের মাঝে

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তবে সিরিজ জেতার পরও শেষ ওয়ানডেতে ক্রিকেটারদের মধ্যে ভালো করার ক্ষুধার ব্যাপারটি বেশ ভালো লেগেছে দলের অধিনায়ক তামিম ইকবালের।

বাংলাদেশ দলের চেয়ে তুলনামূলক অনেক দুর্বল দল ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলের মূল খেলোয়াড়রা আসতে আপত্তি জানানোয় তারুণ্যনির্ভর দল বাংলাদেশে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যে কারণে অভিজ্ঞসম্পন্ন বাংলাদেশের সামনে সমানতালে লড়ে যেতে পারেনি ক্যারিবীয়রা। অবশ্য সেটির ছাপ প্রথম দুই ম্যাচেই রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

Also Read - ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, সর্বোচ্চ উইকেটশিকারি মিরাজ

বাংলাদেশের তুলনা প্রতিপক্ষরা দুর্বল থাকার স্বত্বেও ড্রেসিংরুমে ক্রিকেটারদের মাঝে ভালো খেলার ক্ষুধাটা ছিল প্রবল। দীর্ঘ সময়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারটি তো রয়েছেই সেই সঙ্গে আছে আইসিসি ওয়ানডে সুপার লিগের বিষয়টিও। সিরিজ নিশ্চিতের পরও ক্রিকেটারদের মাঝে ভালো করার প্রবণতাও বেশ ভালো লেগেছে তামিমের। ম্যাচ শেষে তিনি বলেন,

“যেভাবে আমরা ক্রিকেট খেলেছি খুব ভালো ছিলো। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো তা তিন ম্যাচেই ছিলো। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ দলের কেউ তেমন রিলাক্সে ছিলো এমন কিছু না।”

আগামী ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। আর তাই স্বাগতিক দেশ বাদে র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর তাই প্রতিপক্ষ যেমনই হোক পয়েন্ট হাতছাড়া করতে চান না দলের অধিনায়ক তামিম।

“আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম। আমাদের কোয়ালিফাইং খেলতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তাই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ানডে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তাই যে ক্ষুধা ছিলো আমি খুব খুশি।”

ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের সামনে রয়েছে টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ যা কি না আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

Related Articles

কোনোদিন যা অর্জন করতে পারিনি, এবার যেন পারি : তামিম

দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ

আমরা ভাগ্যবান : টিকা নিয়ে তামিম

সস্ত্রীক টিকা নিলেন তামিম-সৌম্যরা

জরুরি ডাকে পাপনের বাসায় তিন সিনিয়র ক্রিকেটার