
সাত ম্যাচে তিন জয়, তিন পরাজয় ও একটি ভেসে যাওয়া ম্যাচের সাক্ষী হয়ে সাত পয়েন্টধারী বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। স্পষ্টতই দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল, যেখানে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মত দলেরও এখন আর সেমির আশা নেই।

তবে সেমিফাইনালে পৌঁছাতে হলে অনেক হিসেবনিকেশের পাশাপাশি বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ভারত ও পাকিস্তানকে। পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে বলে আপাতত বিরাট কোহলির শক্তিশালী দল নিয়েই বাংলাদেশের ভাবনা।
যদিও বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবার সময় এখন নয়।
মোসাদ্দেক বলেন, ‘আমরা টুর্নামেন্টের এমন একটা জায়গায় আছি যেখানে প্রতিপক্ষ ভারত না কে সেটা নিয়ে ভাবার সময় নেই।’
মোসাদ্দেক মনে করেন, বাংলাদেশ ভালো ক্রিকেটের ছন্দ ধরে রাখলেই সম্নভব ভারত-বধ, যা সেমির পথ অনেকটাই সহজ করে দেবে, ‘ভারত অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা দল হিসেবেও ভালো- এটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ। আমরা যে ক্রিকেট খেলছি সেটা খেললেই ভালো ফল আশা করতে পারি। সামনে যা আছে তা ভেবেই এগোতে হবে। যে দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচই ভালোভাবে শেষ করতে চাই।’
এজবাস্টনে বাংলাদেশ দল কেমন পরিকল্পনা সাজাবে তার একটা ‘খসড়া’ও যেন তুলে ধরলেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘এজবাস্টনের উইকেট অন্যান্য উইকেটের চেয়ে একটু বেশি ভালো হবে মনে করছি। ব্যাটসম্যানদের জন্য ভালো হবে। হয়ত সকালের দিকে একটু মুভমেন্ট থাকবে। যদি প্রথমে বল করি তাহলে চেষ্টা করব ১০ ওভারের মধ্যে ২-৩টা উইকেট বের করার।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।