Scores

‘প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চাই’

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। দুই দলের সম্পর্কে উভয়েরই বেশ ভালো জানা। তবে লঙ্কান কোচ চন্ডিকার একটু বেশিই জানা বাংলাদেশকে নিয়ে। তবে টাইগারদের সাবেক কোচের বিপক্ষে প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চান বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

‘প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চাই’
শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলে জিততে চান তামিম। ছবিঃ গেটি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের কথা উঠলেই সবার আগে নাম উঠে আসে চন্ডিকা হাথুরুসিংহের। কেননা শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তিনি। গত বছর দায়িত্ব ছেড়ে দিলে তার উপর কিছুটা ক্ষোভ জমে বাংলাদেশ দলের ক্রিকেট সমর্থকদের। এর জ্বলন্ত উদাহরণ ঘরের মাঠে বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

ওই সময় মনে হয়েছিল বাংলাদেশ যেন শ্রীলঙ্কাকে নয়, হাথুরুসিংহেকে হারাতে মাঠে নামবে বাংলাদেশ। তবে এসব পেরিয়েছে ৮ মাস হতে চলল। দুইদিন পর দুবাইয়ে মাঠে নামবে দুই দল। এবারো প্রতিপক্ষ যেন শ্রীলঙ্কা নয়, হাথুরুসিংহে। তবে এসব মানতে নারাজ বাংলাদেশ দলের ওপেনার তামিম। ম্যাচের আগে প্রতিশোধের বিষয়টা মাথায় আনতে চাচ্ছেন এই ওপেনার বরং ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে চান তিনি।

হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে—প্রতিশোধ নেওয়ার জন্য নয়। শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেটের দিকে মনঃসংযোগ দিতে হবে আমাদের।”

Also Read - এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ দেখছেন জহির


বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার কয়েক বছর পর হাথুরুসিংহের বিপক্ষে অভিযোগ উঠে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক নিয়ে। এমনও অভিযোগই উঠে তার বিভিন্ন কাজ পছন্দ করতেন না সিনিয়র ক্রিকেটাররা। তবে দলের অমূল পরিবর্তনের পেছনের কারিগর যে হাথুরুসিংহে সেটা বেশ করেই জানেন তামিম।

“আমরা দল হিসেবে তাঁর সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তাঁর কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।”

১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের পর্দা উঠবে এই দুই দলের মধ্যকার ম্যাচ দিয়ে। সর্বশেষ দুই দলের মুখোমুখি হয়েছিল নিদাহাস ট্রফিতে। সেখানে দুইবারের দেখাতে দুইটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরেছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহে না হোক অন্তত ঐ ম্যাচের প্রতিশোধ নিতেই পারে বাংলাদেশ।

আরও পড়ুনঃ এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ দেখছেন জহির

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’