Scores

প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের ধীর শুরু

গত বছর আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার পরে প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে নামলো জিম্বাবুয়ে দল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথমদিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান। দলের পক্ষে অর্ধশতক করেছেন তিনজন।

প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের ধীর শুরু

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের নতুন অধিনায়ক শেন উইলিয়ামস। ধীরে সুস্থে শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। তাদের জুটিতে আসে ৯৬ রান। প্রিন্সকে ফিরিয়ে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন লাসিথ এম্বুলডেনিয়া। মাঠ ছাড়ার আগে তিনি করেন ১৪৯ বলে ৫৫ রান।

Also Read - সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড


দ্বিতীয় উইকেটে ক্রেইগ আরভিনকে সাথে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন কেভিন। এই জুটি ভাঙেন লাহিরু, কেভিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। এক ছয় ও পাঁচ চারে ২১৪ বলে ৬৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন কেভিন।

ব্রেন্ডন টেইলরকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন আরভিন। দিনশেষে আরভিন অপরাজিত আছেন ৫৫ রানে। তার ১১৬ বলের ইনিংসটিতে ৩টি করে চার ও ছয় আছে। টেইলর অপরাজিত আছেন ১৩ রানে।

প্রথম দিনে খেলা হয়েছে ৮৪ ওভার, যেখানে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান। শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা ও এম্বুলডেনিয়া একটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১৮৯/২ (৮৪ ওভার)
কেভিন ৬৩, প্রিন্স ৫৫, আরভিন ৫৫*, টেইলর ১৩*;
লাহিরু ১/৩৫, এম্বুলডেনিয়া ১/৬৯।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সেরাদের কাতার থেকে সরে দাঁড়ালেন রুট

বায়ু দূষণে বদলে গেল পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু

কপিল দেবের শারীরিক অবস্থার উন্নতি

অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা