Scores

প্রত্যেক সিরিজেই খেলা সম্ভব না : বাটলার

ইংল্যান্ডের পরবর্তী মিশন ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে পুরো সিরিজে জস বাটলারকে পাবে না ইংল্যান্ড। প্রথম টেস্টের আগেই বাটলার বললেন, বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের আওতায় থেকে প্রত্যেক সিরিজেই খেলা একজন ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়।

বাটলারের দণ্ড

একটি ক্রিকেট দল যখন দেশের বাইরে সফরে যায়, তখন অবসর সময়ে ঘোরাঘুরি, কেনাকাটা ও খাওয়াদাওয়া করতে যাওয়া ছিল ক্রিকেটারদের সফরের অবিচ্ছদ্য অংশ। কিন্তু এখন আর সেটা সম্ভব না। কারণটা মহামারী করোনাভাইরাস। এই ভাইরাসের কারণে খেলোয়াড়দের জীবন এখন আটকে গিয়েছে টিম হোটেল ও মাঠের ভেতরেই। এমনকি খেলার সময়ে পরিবারের সাথে দেখা পর্যন্ত করতে পারেন না তারা। স্বাভাবিকভাবেই এটা মনে খারাপ লাগার সৃষ্টি করবে।

Also Read - এশিয়ান ক্রিকেটের নতুন সভাপতি জয় শাহ


বাটলার বলেন, ‘আপনি অবশ্যই চাইবেন সবসময়ই আপনার সবচেয়ে শক্তিশালী দলটি খেলুক। তবে এখন আর সবসময় সেটা সম্ভব না। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ এবং পৃথিবীর সবাই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ভাগ্যবান যে এই মহামারীর মধ্যেও ক্রিকেট খেলতে পারছি।’

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে। উক্ত সিরিজের কেবল প্রথম ম্যাচটি খেলবেন বাটলার। তারপর তিনি ফিরে যাবেন নিজ দেশে। বাটলার কেন একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন তা স্কোয়াড ঘোষণার সময়ে স্পষ্ট ছিল না, তবে এখন তা অনেকটা পরিষ্কার।

বাটলার বলেন, বর্তমানে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য ক্রিকেটারদের যে জৈব সুরক্ষা বলয় ও নিয়ম নীতির মধ্যে থাকতে হচ্ছে এভাবে থেকে একজনের পক্ষে টানা মাসের পর মাস সিরিজ খেলা সম্ভব না। তাদের প্রয়োজন বিশ্রাম। বাটলার বলেন,

‘ইসিবি ঠিক করেছে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দিয়ে খেলাবে। সেই সাথে এটাও চাওয়া হচ্ছে যে দলের সেরা খেলোয়াড়েরা খেলবে সেরা দল গড়ার জন্য কিন্তু সেটা তো সবসময় সম্ভব না। একজনের পক্ষে এতদিন জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা সম্ভব না। আপনিই একজন মানুষের কাছে থেকে সর্বদা এটা আশা করতে পারেন না।’

উল্লেখ্য, ভারতের বিপক্ষে এই সিরিজের আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সিরিজের দলে ছিলেন না ররি বার্নস, জফরা আর্চার ও বেন স্টোকস। তবে বিশ্রাম শেষে ভারতের বিপক্ষে স্কোয়াডে আবার তারা ফিরেছেন। তবে এই টেস্টের প্রথম দুই ম্যাচে বিশ্রাম পেয়েছেন জনি বেয়ারস্টো, মার্ক উড।

Related Articles

বাংলাদেশ সফরে আসবেন তো ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা?

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন রাজা

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

রিজওয়ানের ব্যাটে জিম্বাবুয়ের জয় ঠেকাল পাকিস্তান