
নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিয়মিত সাত ব্যাটসম্যানের সাথে তিন পেসার ও এক স্পিনার নিয়ে আজকের ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। তিন পেসারের মধ্যে অধিনায়ক ও মুস্তাফিজুর রহমানের সাথে একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার অন্তর্ভুক্তিতে আজ একাদশের বাইরে থাকতে হচ্ছে আরেক পেসার রুবেল হোসেনকে।
অন্যদিকে নিজেদের সবশেষ ওয়ানডে ম্যাচের দলে ছিল না এমন দুই ক্রিকেটারকে আজকের ম্যাচে অন্তর্ভুক্ত করেছে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে না থাকলেও ফিটনেস পরীক্ষায় উতরে দলে ফিরেছেন মার্টিং গাপটিল ও লুকি ফার্গুসন।
হেড টু হেড
১৯৯০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৩১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে জয়ের হাসিতে মেতেছে কিউইরা। বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে ২১টি ওয়ানডেতে জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা।
Bangladesh have won the toss and opted to bat first.
BAN XI: Tamim, Liton, Soumya,Mushfiq(wk), Mohammad Mithun, Mahmudullah, Sabbir, Saifuddin, Miraz, 10 Mashrafe (c), Mustafiz. #NZvBAN pic.twitter.com/iSrPY3IUj7— bdcrictime.com (@BDCricTime) February 13, 2019
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও টিম সাউদি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুনঃ সেন্ট লুসিয়ায় রুট-গ্যাব্রিয়েলের মধ্যে অদ্ভুত বিতর্ক