Scores

প্রথম ক্রিকেটার ও ভারতীয় হিসেবে কোহলির অন্যরকম ‘১০০’

ব্যাট হাতে সেঞ্চুরি তো হরহামেশাই করেন। এবার অন্যরকম এক সেঞ্চুরির কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই সেঞ্চুরি অবশ্য ক্রিকেট মাঠে নয়।

হিউজ-জোন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোহলিদের হাতে কালো আর্মব্যান্ড

ভারতের তো বটেই, বিশ্বেরই অন্যতম জনপ্রিয় ক্রিকেটার কোহলি। স্বভাবতই ভারতে তার জনপ্রিয়তা ও আবেদন অন্যরকম। বিশাল জনগোষ্ঠীর দেশটির তারকা হিসেবে কোহলির ভক্ত-সমর্থকের সংখ্যাও বেশি।

Also Read - লঙ্কা সিরিজ ক্যান্ডিতে, কোয়ারেন্টিন কলম্বোয়


সেই সুবাদে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারী পেয়ে গেছেন কোহলি। ভারতীয় তো বটেই, ক্রিকেটার হিসেবেও কোহলি একমাত্র ব্যক্তিত্ব যিনি ১০০ মিলিয়ন অনুসারী পেয়েছেন ইনস্টাগ্রামে।

ক্রীড়াঙ্গনে ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম অনুসারীর কীর্তি আছে সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের তারকা নেইমারের। ৩২ বছর বয়সে কোহলি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবেও পেয়েছেন ১০০ মিলিয়ন অনুসারী।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ক্রীড়াবিদদের মধ্যে কোহলি এখন চতুর্থ স্থানে। অর্থাৎ, তিন স্বনামধন্য ফুটবলার মেসি-রোনালদো-নেইমারের পরই তিনি হয়েছেন ১০০ মিলিয়ন অনুসারীর মালিক। তালিকায় সবার ওপরে পর্তুগিজ সুপারস্টার রোনালদো, তার অনুসারী ২৬৫ মিলিয়ন। আর্জেন্টাইন সুপারস্টার মেসির ভক্ত ১৮৬ মিলিয়ন। কোহলির ঠিক আগে যিনি, সেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের অনুসারী আছেন ১৪৭ মিলিয়ন।

Related Articles

ক্রিকেট বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অনুসারী বাংলাদেশের

‘ভুয়া অনুসরণকারীদের’ শীর্ষ তালিকায় কোহলি

তরুণদের ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ ব্যবহারের সমালোচনায় যুবরাজ