Scores

প্রথম দিনটি ইংল্যান্ডের; রানে ফিরলেন বাটলার

তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তিন অর্ধশতকের দিনে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৫৮ রান। শতকের পথে আছেন ওলি পোপ, অর্ধশতকের দেখা পেয়েছন জস বাটলারও।

প্রথম দিনটি ইংল্যান্ডের, রানে ফিরলেন বাটলারওল্ড ট্রাফোর্ডে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই সাফল্যও পায় ক্যারিবিয়ানরা। রানের খাতা খোলার আগেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডমিনিক সিবলিকে ফিরিয়ে দেন কেমার রোচ। দলীয় ৪৭ রানে রান আউট হন অধিনায়ক জো রুট (১৭)। রোচের এক অসাধারণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন বেন স্টোকস (২০)।

Also Read - মাশরাফি ম্যাচ সেরার পুরস্কারটা ছিনিয়ে নিয়েছিল : তাপস

দলীয় ১২২ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার ররি বার্নসও। রস্টন চেজের শিকার হওয়ার আগে তিনি করেন ৫৭ রান। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে স্বস্তি এনে দেন পোপ ও বাটলার৷ দিনশেষে দুইজনেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

১৩৬ রানের অপরাজিত জুটি নিয়ে দিন শেষ করেছেন বাটলার ও পোপ৷ পোপ আছেন শতকের কাছাকাছি। ১৪২ বলে ৯১ রান নিয়ে প্রথম দিনের বিরতিতে গিয়েছেন তিনি। তার ইনিংসে রয়েছে ১১টি চারের মার। অপরপ্রান্তে বাটলার অপরাজিত আছেন ১২০ বলে ৫৬ রান নিয়ে। তার ইনিংসে রয়েছে পাঁচটি চার ও দুইটি ছয়।

আবহাওয়া অনুকূলে না থাকায় ৮৫.৪ বলে দিন শেষ করা হয়। ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৫৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোচ দুইটি ও চেজ একটি উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড ২৫৮/৪ (প্রথম ইনিংস)
পোপ ৯১*, বার্নস ৫৭, বাটলার ৫৬*, স্টোকস ২০, রুট ১৭;
রোচ ২/৫৬।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

দ্বিতীয় ইনিংসের ভরাডুবিতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

এম্বুলদেনিয়ার অগ্নিঝরা বোলিংয়ের দিনে রুটের দ্বিশতক হাতছাড়ার আক্ষেপ

রুট-ম্যাথিউসদের ম্যাচে ‘বিশেষ অতিথি’ বিশাল গুইসাপ

বিসিবির পথেই হাঁটছে বিসিসিআই

অ্যান্ডারসনের ‘৬’-এর দিনে ডিকভেলার ‘৮’-এর আক্ষেপ