Scores

প্রথম দিনশেষে ভালো অবস্থানে বাংলাদেশঃ সাব্বির

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে লড়ছে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৫৩ রান। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম (৬২*) ও নাসির হোসেন (১৯*)। সাব্বির রহমানের চোখে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন সাব্বির রহমানSabbir Rahman

দিনের শুরুতে অজি স্পিনার নাথান লায়নের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, পরবর্তীতে সাব্বির রহমান ও অধিনায়ক মুশফিকের ব্যাটে চড়ে বিপর্যয় সামাল দেয় স্বাগতিকরা। আহামরি কিছু করে দেখাতে না পারলেও সাব্বির মানছেন প্রথম দিনের খেলায় অর্জন আছে বাংলাদেশের আর ভালো অবস্থানেও রয়েছে স্বাগতিকরা।

Also Read - মাইলফলক স্পর্শ করলেন নাসির হোসেন


প্রথম দিনের খেলা শেষে দিনের খেলা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের প্রথম ইনিংসে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির রহমান। এসময় তিনি জানান,“আমরা ভালো অবস্থানে আছি। দিনটা ভালো গেছে। ২৫৩ করেছি। উইকেট একটু বেশি পড়ে গেছে। প্রথম দিনে ভালো খেলেছি, এটিই খুশির ব্যাপার। এটিই অর্জন আমাদের। দ্বিতীয় দিনে ভাল খেলার চেষ্টা করব।”

একইসাথে আগামীদিন ক্রিজে অপরাজিত থাকে দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও অধিনায়ক মুশফিকুর রহিম আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দ্বিতীয় দিনের খেলার উপর আলোকপাত করে তিনি বলেন, “৬ উইকেট পড়েছে আমাদের। এখনও মুশফিক (ভাই) আছে, নাসির আছে। আমাদের সবাই রান করতে পারে। তারা ভালো করবে।”

চট্টগ্রামের এ উইকেটে সম্ভাব্য কত রান সফরকারীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে এ সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে এর উত্তর দিতে পারেননি সাব্বির রহমান। সব ব্যাটসম্যানের কাছ থেকেই রান লাগবে বলে তিনি জানান, “এই উইকেটে কত রান নিরাপদ, এটা আমি বলতে পারব না। যতক্ষণ খেলা যায়, আমাদের ১১ জনই রান করতে পারে। সবাই চেষ্টা করে রান করতে।”

Related Articles

কবে ফিরছেন সাইফউদ্দিন, জানাল রাজশাহী

ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়ার ভাবনা বিসিবির

করোনা নেগেটিভ জয়, যোগ দিলেন দলের সাথে

‘প্রতিদিন চাপের মুহূর্তে ব্যাট করতে হচ্ছে’- মেহেদীর কণ্ঠে আক্ষেপের সুর

বাকি সিনিয়ররাও ফর্মে ফিরবেন, প্রত্যাশা তামিমের