প্রথম বাংলাদেশি হিসেবে মাশরাফির ‘২৫০’
এশিয়া কাপ ২০১৮ আসরের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অনন্য এক অর্জনের সাক্ষী হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে এদিন ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কাঙ্ক্ষিত মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশের অভিজ্ঞ এ পেসার। আফগানদের বিপক্ষে ম্যাচের ৩৯ ওভার পর্যন্ত উইকেটশূন্য থাকায় কাঙ্ক্ষিত মাইলফলকে নাম লেখানোর অপেক্ষা বাড়ে তার।
তবে ম্যাচের ৪০তম ওভারে নিজের সপ্তম ওভার করতে এসে উইকেটের দেখা পান তিনি। আফগান অধিনায়ক আসগর আফগান তাকে উড়িয়ে খেলতে গেলে থার্ড ম্যানে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত প্রচেষ্ঠায় তালুবন্দী হয়ে মাঠ ছাড়লে ম্যাচে প্রথম উইকেট অর্জনের পাশাপাশি ক্যারিয়ারের ২৪৯তম উইকেট তুলে নেন তিনি।
Also Read - বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে টুইটারে ঝড়এরপর ইনিংসের ৪৪তম ওভারে দেখা মিলে বহুল প্রতীক্ষিত মুহূর্তটি। ব্যক্তিগত নবম ওভারের তৃতীয় বলে ইন-ফর্ম ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদীকে ব্যক্তিগত ৭১ রানের সময় সরাসরি বোল্ড করে ক্যারিয়ারের অভিনব অর্জনটি তুলে নেন তিনি।
ক্যারিয়ারের ১৯৪তম ম্যাচে এসে প্রথম বাংলাদেশি ও ২৫তম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক তথা ওয়ানডে ক্রিকেটে অনন্য এ অর্জনে নাম লেখান ৩৪ বছর বয়সী ডানহাতি এ পেসার। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২৫০তম উইকেট হলেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ওয়ানডেতে তার শিকার করা উইকেটসংখ্যা ২৪৯টি। তার নামের পাশে বাকি একটি উইকেট যুক্ত হয়েছে এশিয়া একাদশের প্রতিনিধিত্ব করে।
He is overall 25th bowler to achieve this feat. #BANvAFG #AsiaCup2018
— Imran Hasan (@Imranhasan02) September 23, 2018
অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা এ বোলারের সামনে এবার দেশের জার্সি গায়ে ওয়ানডেতে ২৫০ উইকেট শিকারের হাতছানি।
আরও পড়ুনঃ বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে টুইটারে ঝড়