Scores

প্রথম সফরে খুশি কোচ তবে…

উইন্ডিজ সফরে বাংলাদেশের দলের প্রধান কোচের দায়িত্ব নেন ইংলিশ স্টিভ রোডস। আর প্রথম সফরেই বাজিমাত। উইন্ডিজে তিন ফরম্যাটের দুইটির ট্রফি জিতেছে টাইগাররা।  প্রথম সফরেই দলের এমন পারফরম্যান্সে খুশি স্টিভ রোডস। তবে জয়ের আনন্দের পাশাপাশি রোডসের আছে আফসোসের জায়গা।

Image result for steve rhodes bangladesh

আজ বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৪৭ মিনিটে নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলকে বহনকারী বিমানটি। দেশে ফিরে বিমানবন্দরে পুরো সফর নিয়েই কথা বলেন বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস।

Also Read - টি-টোয়েন্টি দলে তাইজুল ইসলাম

উইন্ডিজে টাইগারদের শুরুটা ভালো হয় নি। টেস্ট সিরিজে ২-০ তে হারে সাকিববাহিনী। টেস্টে নিজেদের দুর্বলতার জায়গাটা শক্ত করতে চান স্টিভ রোডস। তিনি বলেন, ‘টেস্টে আমাদের ব্যাটিং দৈন্যতা দেখা গেছে। আমাদের এই জায়গাটা আরও শক্ত করতে হবে। টেস্ট ম্যাচের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। আমাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। আমাদের শুধু বাইরে গেলে কন্ডিশন এবং প্রতিপক্ষের সঙ্গে আরেকটু দ্রুত মানিয়ে নিতে হবে। ‘

টেস্টের জন্য বিশেষ প্রতিভাসম্পন্ন বোলার খোঁজার কথা বলেছেন স্টিভ রোডস, ‘টেস্ট ম্যাচের জন্য আমাদের কয়েকজন দ্রুত ও দীর্ঘদেহী বোলার খুঁজে বের করতে হবে। যারা উইকেটে জোরে আঘাত করে সুবিধা আদায় করে নিতে পারবে…যেমনটা উইন্ডিজ বোলাররা করে দেখিয়েছে। ’

এদিকে একদিনের ফরম্যাটে সবসময়ই টাইগারদের শক্তির জায়গায়। টেস্টের বাজে ফলাফলকে পিছনে ফেলে দারুণভাবে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে ৩ রানে হারের স্মৃতি ভুলতে পারেন নি কোচ। সিরিজ জিতলেও কোচের আফসোসের জায়গা এটি, ‘জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না। আমরা ওয়ানডেতে আগেও ভালো করেছি, তাই আশাবাদী ছিলাম। আমরা সুযোগ নষ্ট করতে চাইনি। নিশ্চিতভাবেই আমরা খুশি। তবে ওয়ানডে সিরিজটা ৩-০ ব্যবধানেও জিততে পারতাম।’

[আরও পড়ুনঃ এশিয়া কাপের পূর্বেই সাকিবের অস্ত্রোপচার!]

 

Related Articles

পেস বোলিংয়ে ‘অনাগ্রহ’; ওয়ালশের আক্ষেপ নেই

মাশরাফিই ছিলেন নেপথ্যের কারিগর

সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা