প্রথম সেশনে ক্যারিবীয়দের দাপট
মিরপুরে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবলই তাইজুলের উইকেট।

চট্টগ্রাম টেস্টে আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ক্রেগ ব্র্যাফেট। মিরপুরের উইকেটে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এই ক্যারিবীয় অধিনায়ক।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করেন দুই ওপেনার। এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।সাদমান এবং সাকিবের পরিবর্তে দলে ঢুকেন সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। অন্যদিকে মুস্তাফিজের বদলি একাদশে ঢুকেন আবু জায়েদ রাহী। যথারীতি দ্বিতীয় টেস্টেও এক পেসার নিয়ে মাঠে নামলেও কোন পরিবর্তন আনতে পারেনি রাহী।
Also Read - একাদশে '৩' পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টে বোলিংয়ে বাংলাদেশরাহী ক্রমাগত লাইন-লেন্থ ঠিক রেখে বল করলেও অপর দিকে তার সঙ্গে বোলিং করেন মিরাজ। শুরুতেই স্পিনার আনাতে বেশ দেখে-শুনেই খেলতে থাকেন দুই ওপেনার ব্র্যাফেট এবং ক্যাম্পবেল। এই দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৬৬ রান। তাদের এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
ক্যাম্পবেলকে ব্যক্তিগত ৩৬ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। যদিও রিভিউ নেন ক্যাম্পবেল। অবশ্য রিভিউ নিয়েও সেই যাত্রায় বাঁচতে পারেননি এই ওপেনার। ক্যাম্পবেল আউট হলে লাঞ্চ সেশন পর্যন্ত দলের রানের চাকা চাঙা রাখেন ব্র্যাফেট এবং শেন মোসেলে। লাঞ্চে যাওয়ার আগে এক উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ করে অপরাজিত রয়েছেন ক্রেগ ব্র্যাফেট এবং ২৩ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন মোসেলে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), শায়েন মসেলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডে সিলভা, কাইল মায়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।