Scores

মুমিনুল-মুশফিকের ব্যাটে কঠিন সেশন পার বাংলাদেশের

ইন্দোরে প্রথম টেস্টে ভারতের পেস অ্যাটাকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। যদিও ভারতের অধিনায়ক বিরাট কোহলি আগে ফিল্ডিং নিতে চেয়েছিলেন। আর কেনই বা চেয়েছিলেন সেটি তো বোলিংয়েই প্রমাণ দিলেন। উমেশ যাদব ও ইশান্ত শর্মার বোলিং তোপে যেন টিকতেই পারছিল না বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।

Also Read - মেহেদীদের নৈপুণ্যে কোণঠাসা হংকং


কখনও বাউন্স, কখনও সুইং করাচ্ছেন যাদব, ইশান্তরা। ভারতের প্রথম উইকেট ধরা দেয় দলীয় ১২ রানে। উমেশের বলে স্লিপে ক্যাচ তুলে দেন ইমরুল (৬) । পরের ওভারের শেষ বলে ইশান্তের বলে কিপারের হাতে ক্যাচ তুলে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ১২ রানে দুই ওপেনারের বিদায়ে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাথে উমেশ, ইশান্ত, শামির অগ্নিঝরা বোলিং তো রয়েছেই।

সেটির কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মুমিনুল ও মোহাম্মদ মিঠুন। উমেশ, ইশান্তদের বল বেশ দেখেশুনেই খেলেন এ দুই ব্যাটসম্যান। দুজন মিলে দলীয় স্কোর নিয়ে যান ৩১ এ। তবে সেট হয়েও টিকতে পারলেন না মিঠুন। শামির বলে এল্বিডব্লিউর শিকার হয়ে আউট হন মিঠুন। তিনি খেলেন ৩৬ বলে ১৩ রানের ইনিংস। তখনও দলের বিপর্যয় কাটেনি।

মুমিনুলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। শুরুতেই পেসারদের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে থাকলেও ধীরে ধীরে সেটি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মুশফিক। অন্যদিকে দলীয় রানের খাতা সচল রাখেন মুমিনুল। সেই সাথে ধৈর্যর পরীক্ষাও দেন তিনি। উমেশের বলে স্লিপে মুশফিকের ক্যাচ ছাড়েন কোহলি। দুইজনেই বেশি দায়িত্ব ও ধৈর্য নিয়ে ব্যাটিং করে প্রথম সেশন পার করেন। প্রথম সেশন শেষে ৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২২ করে অপরাজিত থাকেন মুমিনুল ও ১৪ করে অপরাজিত থাকেন মুশফিক।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ (১ম ইনিংস) ৬৩-৩ (ওভার ৬)

মুমিনুল ২২*, মুশফিক ১৪* মিঠুন ১৩: শামি ১-১২

Related Articles

বাদ পড়লেন ইশান্ত; ভারতের ওয়ানডে দলে নতুন মুখ

দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ

হায়দরাবাদ ম্যাচের আগে দিল্লি শিবিরে সুখবর

বান্ধবীকে ফোন করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন ইশান্ত

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত