প্রথম ‘২’ ঘণ্টায় সব মনোযোগ সাকিবের
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশন বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মত। ৬ উইকেট হারানো সেই সেশনের দুঃস্বপ্ন গোটা ম্যাচ জুড়েই তাড়িয়ে বেড়িয়েছে বাংলাদেশকে।
Siam Chowdhuryক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশন বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মত। ৬ উইকেট হারানো সেই সেশনের দুঃস্বপ্ন গোটা ম্যাচ জুড়েই তাড়িয়ে বেড়িয়েছে বাংলাদেশকে। এবার তাই প্রথম সেশন নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
সেন্ট লুসিয়ায় বাংলাদেশ এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে। একটি ম্যাচে ড্র এর সুখস্মৃতি থাকলেও অন্য ম্যাচে জুটেছিল পরাজয়। সাকিব অবশ্য পুরনো পরাজয় নিয়ে ভাবতে নারাজ, তেমনি অনেক আগের ড্র ম্যাচের স্মৃতি আঁকড়ে থাকতেও অনীহা।
তিনি বলেন, 'এতদিন আগের ম্যাচ ছিল যে সেখান থেকে কিছু নেওয়ার আছে বলে আমার মনে হয় না। আমরা গতকাল একটা ভালো ট্রেনিং সেশন পার করেছি। আজকেও একটা ভালো ট্রেনিং সেশন শেষে কালকে ভালোভাবে ম্যাচটা শুরু করতে পারি।'
সাকিবের মনোযোগ সব নিকট ভবিষ্যতে, আরও স্পষ্ট করে বললে টেস্টের প্রথম সেশনে, 'আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘন্টায়। তখন আমরা ব্যাটিং করি বা বোলিং, আমাদের ভালো করতে হবে। এরপর ম্যাচের অবস্থা অনুযায়ী খেলা যাবে। তবে আমাদের প্রথম দুই ঘন্টা ভালোভাবে শুরু করার চেষ্টা করতে হবে।'
ম্যাচে নামার আগে বাংলাদেশ মূল ভেন্যুর সেন্টার উইকেটে অনুশীলন করেছে। সেই অভিজ্ঞতা থেকে উইকেট নিয়ে সন্তুষ্টিই ঝরল সাকিবের কণ্ঠে।
তিনি জানান, 'প্রথমদিন অ্যান্টিগা টেস্টের চেয়ে ভালো উইকেট হবে, ব্যাটিংয়ের জন্য। পেস, বাউন্স একটু থাকবে। কিন্তু ওইরকম সাইডওয়েজ মুভমেন্ট থাকবে বলে মনে হয় না। তবে না খেলা পর্যন্ত বলা সম্ভব না উইকেট আসলে কেমন হবে। আমরা যখন খেলাটা শুরু করব, এর ১৫-২০ মিনিট পর হয়তো আমরা বুঝতে পারব উইকেটটা কেমন।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।