Scores

প্রধান নির্বাচকের চাওয়াতেই দলে রিয়াদ

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাজে পারফরম্যান্স করার পর বাংলাদেশের শততম টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজেও দলে ডাক পাননি তিনি।

উল্লসিত রিয়াদের উদযাপন
তবে মাহমুদউল্লাহ রিয়াদের জন্য সুখবর হলো টেস্ট দলে ফেরার অপেক্ষাটা আর দীর্ঘ হলো না তাঁর জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ডাক পাওয়াতে অপেক্ষার অবসান ঘটার পাশাপাশি সাদা পোশাকে নিজের সামর্থ্যের জানান দেওয়ারও সুযোগ মিলছে অভিজ্ঞ এই ক্রিকেটারের সামনে।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখেই দলে ফেরানো হয়েছে রিয়াদকে। তবে ৩১-বছর-বয়সী এই ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তির পেছনে অসামান্য অবদান রয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও। দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে অকপটে তা স্বীকারও করে নিলেব তিনি। রিয়াদের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু বলেন, “ব্যক্তিগতভাবে আমিই ওকে চেয়েছি দলে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে ভালো করেছে। স্কয়ার অব দা উইকেটে যথেষ্ট ভালো খেলে। সে হিসেবে ওর ওপর আমার অনেক বিশ্বাস বলে ওকে চেয়েছি।”

Also Read - বাড়ল এনসিএলের ম্যাচ ফি


কন্ডিশনের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের বাউন্সি উইকেটে খেলার সামর্থ্যের জন্যই প্রধান নির্বাচক খুব করে তাকে চাচ্ছিলেন বলেও এসময় সাংবাদিকদের জানান তিনি। এসময় রিয়াদের প্রশংসা করে তিনি আরো বলেন, “আমরা চিন্তা করেছি, বিদেশের বাউন্সি উইকেটে সে সবসময় ভালো করে। যেখানে বল দ্রুত ব্যাটে আসে, সেখানে সে ভালো ব্যাট করে। ওই বিবেচনা করে ওকে রাখা হয়েছে।”

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে থাকছেন না সাকিব আল হাসান। অবসাদ ক্লান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে বিশ্রামের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এ সিরিজে না খেলার অনুরোধ জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডা। বোর্ড সাকিবের সবদিক বিবেচনা করে তাকে টেস্ট সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এটিও রিয়াদকে দলে ফেরাতে নির্বাচকদের বাধ্য করেছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক।

“যেহেতু সাকিব নেই, একজন সিনিয়র ব্যাটসম্যান, অভিজ্ঞ একজন দরকার। সেই চিন্তায়ও মাহমুদউল্লাহকে রাখা হয়েছে।”

সীমিত ওভারের ক্রিকেটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকলেও শেষ কিছু টেস্টে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন রিয়াদ। তাই এবার নিজেকে মেলে ধরে সাদা পোশাকের লড়াইয়ে নিজের আলোয় দলকে সাজানোর নতুন উদ্যম পাচ্ছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ আয়োজনে আইসিসিকে ডু প্লেসির পরামর্শ

তামিমের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচ

ডু প্লেসিকে বিপিএলে আমন্ত্রণ জানালেন তামিম

কোহলি ক্রিকেটের ফেদেরার, স্মিথ নাদাল: ডি ভিলিয়ার্স

তামিমের লাইভে আসছেন ডু প্লেসি