
শেষ মুহূর্তে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার হ্যামস্ট্রিং ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার কারণে কপাল খুলেছে ফরহাদ রেজার। মাশরাফির চোট পাওয়ার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ফোন পেয়ে অবাক হয়েছিলেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।
দল নিয়ে উড়াল দেওয়ার কথা ছিল মাশরাফি মুর্তজার। শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগের দিন সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। তবে বিপত্তিটা বেঁধেছে তার পরেই। সন্ধ্যায় দলের অনুশিলন ছিল। বোলিং অনুশীলনের সময় পুরনো চোট, হ্যামস্ট্রিংয়ের কবলে পড়েন মাশরাফি। খেলতে পারবেন না তিন থেকে চার সপ্তাহ। দল যাওয়ার আগের দিনই নির্বাচকরা ব্যস্ত হয়ে পড়েছিলেন তার বদলি কাকে দলে নিবেন।
শেষ পর্যন্ত তার জায়গা সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা। গত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও দলের সঙ্গে ছিলেন ফরহাদ। তবে খেলা হয়নি এক ম্যাচও। প্রধান নির্বাচক নান্নুর ফোন পেয়ে চমকে উঠেছিলেন ফরহাদ রেজা।
“আমি শেষ মুহূর্তে ঘুমানোর প্রস্তুতিই নিচ্ছিলাম এবং ফোন বেজে উঠল। প্রধান নির্বাচকের নান্নুর ফোন ছিল। তিনিই আমাকে স্কোয়াডে ডাক পাওয়ার ব্যাপারটি জানান। সত্যি বলতে আমার জন্য এটি চমকপ্রদ কল ছিল। এমন নয় যে এটি অসম্ভব। আমি বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায়ও ছিলাম। আমি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছি এবং আমার জন্য এ সিরিজে পারফর্ম করা চ্যালেঞ্জিং হবে।”
শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক মাশরাফি। তার ছিটকে যাওয়ার কারণে মাশরাফির জন্য খারাপ লাগছে ফরহাদের।
“মাশরাফি ভাইয়ের জন্য খারাপ লাগছে। শেষ মুহূর্তে তিনি বাদ পড়েছেন আমার এমন অবস্থায় আমিও দলে এসেছি। তিনি একজন অসাধারণ অধিনায়ক।”
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।