SCORE

সর্বশেষ

প্রশ্নবোধক চিহ্ন দূর করতে চান রিয়াদ

তিন ফরম্যাটের মধ্যে টাইগারদের সবচেয়ে বাজে অবস্থান টি-টোয়েন্টিতে। র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পরে ১০ম স্থানে বাংলাদেশ। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে একদমই প্রমাণ করতে পারেন নি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো না করার তকমাটা দূর করতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের আগের দিন আজ (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের নতুন এই টি-টোয়েন্টি অধিনায়ক।

অন্য ফরম্যাটের থেকে টি-টোয়েন্টির গতি অনেক। অন্যদিকে প্রয়োজন ধুম-ধারাক্কা ব্যাটিং। যা নিয়মিত দেখাতে পারেন নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে টাইগারদের ভালো করার সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে?  অতিতের সেইসব প্রশ্নের দিতে চান রিয়াদ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি পুরোপুরি ভিন্ন ধরনের খেলা। এই খেলার গতিটাও ভিন্ন। আমাদের টি-টোয়েন্টি সামর্থ্যের ওপর যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, আমরা সেটা সরাতে চাই।’

Also Read - তামিমের সামনে সাকিবকে ছাড়িয়ে যাবার সুযোগ

গত কয়েকবছর টেস্ট ও একদিনের ফরম্যাটে ভালো উন্নতি দেখিয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠে সর্বশেষ সিরিজ ছিল এর ব্যতিক্রম। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। এই সিরিজ বাদ দিলে বিগত কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনায় ভালো এগিয়েছে টাইগাররা। তবে সেই সাফল্যের ছোঁয়া লাগে নি টি-টোয়েন্টিতে। রিয়াদ এই ধারাতে পরিবর্তন আনতে চান, ‘আমরা পৃথিবীর প্রতিটি দলকে একটা বার্তা দিয়ে রাখতে চাই যে টেস্ট ও ওয়ানডেতে আমরা যেভাবে এগোচ্ছিলাম টি-টোয়েন্টিতেও আমরা সেভাবেই এগিয়েছি।’ 

এদিকে নতুন বছরে ঘরের মাঠে অন্য দুই ফরম্যাটের ব্যর্থতাকে টি-টোয়েন্টির সাথে মিলাতে চান নি রিয়াদ। মনে করেন ব্যর্থতা ভুলে জিতবে বাংলাদেশ, ‘আসলে এসব বলে লাভ নেই। তিন বছর ধরে ধারাবাহিকভাবে ঘরের মাঠে ভালো খেলে, জিতে এই প্রত্যাশাটা আমরাই বাড়িয়েছি। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এই সিরিজটা খেলতে পারিনি। টি-টোয়েন্টিতে কিছু ট্যাকটিক্যাল বিষয় রয়েছে। সেগুলো ধরতে পারা এবং নিজেদের স্কিল এক্সিকিউট করতে পারলে সিরিজ জয় সম্ভব হবে।’

[আরও পড়ুনঃ সুজনের কথার উল্টো সুর তামিমের কণ্ঠে]

Related Articles

হৃদয় ভাঙা হারে ম্রিয়মান শততম টেস্ট জয়ের স্মৃতি

গর্বের ম্যাচে নায়ক মাহমুদউল্লাহ-সাকিবদের পার্শ্বনায়ক মানজারুল!

বাংলাদেশের জয়ে টুইটার প্রতিক্রিয়া

ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন সাকিব

প্রিভিউ : অলিখিত সেমি-ফাইনালের সামনে বাংলাদেশ