Scores

প্রস্তাব পেয়েও ভারতের কোচ হননি দ্রাবিড়

দ্য ওয়াল খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে যে অবদান রেখেছেন তা যেকোনো ভারতবাসী আজীবন স্মরণ করবেন। তবে রাহুল দ্রাবিড় বড় ভূমিকা রাখতে পারতেন কোচ হিসেবেও। যদিও বিসিসিআইয়ের প্রস্তাব পাওয়া সত্ত্বেও কোচ হওয়ার সুযোগ হাতছাড়া করেন তিনি।

ভারত জাতীয় দলের কোচ হওয়া বিশ্বের বাঘা বাঘা কোচদের জন্যও স্বপ্ন। কাড়ি কাড়ি টাকা বড় কথা নয়, ভারতের কোচ হলে যে সম্মান ও পেশাদারিত্বের স্পর্শ পাওয়া যায়, এ-ই বা কম কীসে! কিন্তু দ্রাবিড় কিনা প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিলেন!

Also Read - অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ভারতের 'ফিক্সিং সম্রাট'


দ্রাবিড় কেন ভারত জাতীয় দলের কোচ হতে চাননি, তা ফাঁস করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) সাবেক প্রধান বিনোদ রাই। তিনি জানিয়েছেন, অনিল কুম্বলে চলে যাওয়ার পর বর্তমান কোচ রবি শাস্ত্রীর পাশাপাশি দ্রাবিড়ও ছিলেন পছন্দের তালিকায়। কিন্তু বয়সভিত্তিকে সাফল্যের সাথে কাজ করা দ্রাবিড় জাতীয় দলে দায়িত্ব নিতে চাননি পরিবারকে সময় দেওয়ার কথা চিন্তা করে।

বিনোদ বলেন, ‘দ্রাবিড় পরিষ্কার করে নিজের অসুবিধার কথা জানিয়েছিল। ভারতীয় ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেই সারা বিশ্ব ঘুরতে হচ্ছে। এই ব্যস্ত সূচির মধ্যে পরিবারকে সেভাবে সময় দিতে পারছিল না। পরিবারকে সময় দেওয়ার কথা ভেবেই ভারতীয় দলের কোচ হওয়ার দায়িত্ব নিতে চায়নি রাহুল। আমার মনে হয়েছিল, দ্রাবিড় একেবারেই ঠিক অনুরোধ করছে।’


তবে জাতীয় দলে কাজ না করলেও কোচ হিসেবে দ্রাবিড়ের অবদান ইতোমধ্যে অবিস্মরণীয়। বিনোদ জানান, ‘কুম্বলের পরে শাস্ত্রী ও দ্রাবিড়ের জন্যই চেষ্টা করছিলেন। কিন্তু দ্রাবিড় আমাদের জুনিয়র দলের উন্নতির জন্য রোডম্যাপ তৈরি করেছিল। সেই অনুযায়ী সাফল্যও আসতে শুরু করে। এই দায়িত্ব থেকে ও সরে আসতে চায়নি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

মহারাজের রাজত্বে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ফাইনালের মহারণের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে

আগ্রহ হারালে খেলা ছেড়ে দেবেন অশ্বিন

রোচ-মেয়ার্সদের তোপের মুখেও প্রোটিয়াদের বড় পুঁজি