Scores

প্রস্তুতি নিতে বাড়ি যাননি তামিম

দেশে থাকা মানেই নিজ বাড়িতে ঈদ। সাধারণত এর বাত্যয় ঘটে না জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের। তবে ব্যতিক্রম ঘটল এবার। দেশের বাইরে না থেকেও তামিম ঈদে গেলেন না বাড়ি, ঈদ করলেন রাজধানী ঢাকায়।

চ্যারিটি টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে গর্বিত তামিম
তামিম ইকবাল। ছবিঃ বিডিক্রিকটাইম

ক্রিকেটে তামিমের একাগ্রতা আর উৎসর্গতা সম্পর্কে জানা আছে সবার। এবার তামিমের ঢাকায় ঈদ করার একমাত্র কারণই এটি। যার প্রমাণ পাওয়া গেল সোমবার সুনসান হোম অব ক্রিকেট মিরপুরে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন লেগে আছে ঈদের অবসরের ছোঁয়া। তবে সেই অবসরকে তুড়ি মেরে উড়িয়ে উইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করে চলেছেন তামিম। বাকি ক্রিকেটাররা যখন ক্রিকেটারদের সাথে ঈদের ছুটি কাটাচ্ছেন, তামিম তখন ব্যাট-প্যাড সাথে নিয়ে ঘাম ঝরানোয় ব্যস্ত।

Also Read - 'এ' দলের স্কোয়াডে তুষার-সৌম্য-সাব্বির


সেই তামিম অনুশীলনের ফাঁকে সোমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। এ সময় তিনি ঠিক মনে করতে পারলেন না, দেশের থেকেও শেষ কবে ঈদ করা হয়নি চট্টগ্রামে।

তামিম বলেন-

মনে নেইদেশে থাকলে প্রতিবারই ওখানে ঈদ করা হয়শেষবার আমাদের খেলা ছিলো চট্টগ্রামেসেখানেই ঈদ করেছিএবার প্রথম।’

উইন্ডিজ সফরকে সামনে রেখে তামিমের প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি। তবে এই বাড়তি অনুশীলনে দেখা যাচ্ছে শুধু তাকেই। বেশ কদিন ধরে বড় ইনিংস খেলতে না পারা তামিম বলেন, যদি নিশ্চয়তা থাকত যে এই বিসর্জনে আমি ফিফটি-সেঞ্চুরি করব, তাহলে শুধু আমি না, সবাই এটা করতঅনুশীলন আরও নিখুঁত করতে আমি চট্টগ্রামে যাইনিনিজেকে আরও ভালোভাবে তৈরি করতে ৪-৫ দিন কাজে লাগাতে চেয়েছি।’

তাহলে কি এতই অপ্রস্তুত তামিম! তার ভাষ্য, আমার মনে হচ্ছিল, প্রস্তুতিটা যথেষ্ট হয়নিপ্রথম টেস্টের আগে যদি শতভাগ প্রস্তুতি থাকে, অন্তত আমার এটা মনে হবে না যে আমার চেষ্টার ত্রুটি ছিলযদি তৈরি না হয়ে যাই, নিজের কাছেই প্রশ্ন থেকে যাবেআশা করি এই প্রস্তুতি কাজে দেবে

আরও পড়ুনঃ উইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে ‘ইন-আউট’ যারা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

প্রবাসীদের সাথে সাকিবের ঈদ আড্ডা

সড়কপথে সতর্কতা অবলম্বনের পরামর্শ নাসিরের

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে বিডিক্রিকটাইম