Scores

প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা আয়ারল্যান্ড উলভসের

Mushfiqur Rahim

আগামী ১২’ই মে থেকে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ড-বাংলাদেশ-নিউজিল্যান্ড সম্মিলিত তিন জাতি টুর্নামেন্ট। ত্রিদেশীয় সিরিজ আরম্ভ হওয়ার পূর্বে আয়ারল্যান্ডের এক স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। বুধবারের এই প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যর দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড উলভস।

শেন গেটকাটেকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড উলভস। এই অধিনায়ক বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উলভসকে নেতৃত্ব দিবেন। আসন্ন প্রস্তুতি ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী এই অধিনায়ক। তার বিশ্বাস নিজের সামর্থ্য প্রমাণ করার এটি তাদের বড় সুযোগ।

Also Read - ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আয়ারল্যান্ডের


২৫ বছর বয়সী এই আইরিশ অধিনায়ক প্রস্তুতি ম্যাচকে ঘীরে উচ্ছ্বাসিত তিনি। ক্রিকেট আয়ারল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ এবং বিশ্ব সেরা ক্রিকেটারদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার এটি বড় একটি সুযোগ আমাদের জন্য। সবমিলিয়ে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছি যারে নিজেদের শতভাগ দিতে পারি।”

১০ মে বেলফাস্টের স্টরমন্ট মাঠে বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস এবং ১১ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস।

আয়ারল্যান্ড উলভসঃ শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি, ক্রেগ ইয়ং

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের ফেরা নিয়ে ধোঁয়াশায় বিসিবি

২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এইচপি ও জাতীয় দল

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-তালহা

‘পরিকল্পনাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ’