SCORE

প্রস্তুতি ম্যাচের পরেই সিদ্ধান্ত নিবেন মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের বিপদের মুহূর্তে কেন মুশফিক চারে ব্যাটিং করতে নামলেন না সেটা নিয়ে ক্রিকেট পাড়ায় হয়েছে আলোচনা-সমলোচনা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চারে না নামার যুক্তি দেখিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ভারতের বিপক্ষে কিপিং ছেড়ে ফিল্ডিং করার এক মুহূর্তে মুশফিক

স্বাভাবিকভাবেই ৯০-১০০ ওভার কিপিং করার পর চারে ব্যাটিং করাটা যেকোনো উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জন্য কষ্টকর। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শুধুমাত্র স্পেশালিষ্ট ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যেতে পারে মুশফিককে। সেক্ষেত্রে তার বদলি হিসেবে স্ট্যাম্পের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস।

Also Read - তরুণদের নিয়ে দল সাজালো খুলনা টাইটানস

তবে স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে খেলা নতুন কিছু নয় মুশফিকের জন্য। এর আগেও টেস্টে ছয়বার শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন মুশফিক। কিন্ত টেস্ট অধিনায়ক কিপিং করবেন নাকি ব্যাটসম্যান হিসেবে খেলবেন সেটি পুরোটাই নির্ভর করছে কম্বিনেশনের উপর। তবে মুশফিক বললেন প্রস্তুতি ম্যাচ শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ঐ প্রস্তুতি ম্যাচ শেষেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।

‘ওখানে আমোদের তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে। তারপর টিম ম্যানেজমেন্টর সঙ্গে কথা বলে যদি মনে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসাবে খেললে ভালো হয় তাহলে সেভাবে খেলব। যদি মনে হয় না শুধু ব্যাটসম্যান হিসাবে খেললে ভালো হয় তাহলে সেটাই করব।’

তিনি আরো যোগ করেন, ‘সাউথ আফ্রিকায় আমাদের তিন ফরম্যাটেই ভালো করার সুযোগ আছে। যদিও আমাদের বোলাররা অনভিজ্ঞ, কিন্তু দক্ষ। তারা যদি পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে তাহলে ওদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করবে।’

Related Articles

এসিসির সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশ সমর্থকরা

বৃহস্পতিবার বাংলাদেশের সামনে আফগানিস্তান

সবুজ দলে উজ্জ্বল কায়েস, লাল দলে আল-আমিন

কপিল-ভাসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাশরাফির

কঠিন সমস্যায় বাংলাদেশ দল!