Scores

প্রস্তুতি ম্যাচে গুরুতরভাবে চোট বাঁধালেন অভিষকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গুরুতরভাবে চোট পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অভিষকা ফার্নান্দো। ডানহাতি এই ব্যাটসম্যান ফিল্ডিং করার সময় পা পিছলে পড়ে গেলে মাঠ ছাড়তে বাধ্য হন।

প্রস্তুতি ম্যাচে গুরুতরভাবে চোট বাঁধালেন অভিষকা

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৮তম ওভারে। ঐ ওভারে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের শট আটকাতে গিয়ে পা পিছলে পড়ে যান অভিষকা। তার চোট অনুধাবন করতে পেরে সাথে সাথে মাঠে ছুটে আসেন ফিজিও-চিকিৎসকরা।

Also Read - আমলা-প্লেসিসে রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা


তবে তাদের প্রাথমিক শুশ্রূষাও অভিষকাকে সুস্থ করে তুলতে পারেনি। ফলে চিকিৎসকদের সহায়তায় মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে।

তরুণ এই ক্রিকেটার গোড়ালিতে চোট পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও পরীক্ষানিরীক্ষার ফলাফল হাতে আসার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, রিপোর্ট হাতে পেলে অভিষকার চোটের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিবে তারা।

শ্রীলঙ্কার জার্সি গায়ে অভিষকা খেলেছেন ৬টি ওয়ানডে, যা থেকে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের সংগ্রহ ১৪৫ রান।

২০১৬ সালের আগস্টে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি কখনোই। তবে ঘরোয়া ক্রিকেটে কলম্বোর হয়ে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স কেড়ে নিয়েছে নির্বাচকদের সুদৃষ্টি। তবে চোটের কারণে বিশ্বকাপ যাত্রায় বাধা এলে নিশ্চয়ই অভিষকার চেয়ে দুর্ভাগা হবে না কেউ!

আগামী ১ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ঐ ম্যাচের আগে অভিষকা ফিট হয়ে উঠুন- আপাতত মনেপ্রাণে এমনটাই চাইবেন লঙ্কান ক্রিকেটের সমর্থকরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম দিনই চোটময়!