Scores

প্রস্তুত হয়ে গেছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

বিশ্বকাপের বাকি এখনও প্রায় ছয় মাস। অথচ ভারতের দাবি, দেশটির জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুত হয়ে গেছে।

চার বছর পর পর আসে বিশ্বকাপ। বিশ্বকাপে খেলা দলগুলোর এ নিয়ে প্রস্তুতির শেষ নেই। কার প্রস্তুতি কত ভালো হল; এর সাথে আসে কার দল কত শক্তিশালী হল সেই ব্যাপারটিও। চার বছরের পারফরম্যান্স, খেলোয়াড়দের অভিজ্ঞতা, সামর্থ্য সবকিছু বিচার বিবেচনা করে আসরের মাসখানেক আগে বিশ্বকাপ দল তৈরি করা হয়।

তবে ভারতের কোচ রবি শাস্ত্রীর দাবি, ভারতের বিশ্বকাপ দল ইতোমধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপ দল নিয়ে আর পরীক্ষানিরীক্ষারও কোনো প্রয়োজন নেই বলে মনে করেন বর্ষীয়ান এই ক্রিকেট ব্যক্তিত্ব।

Also Read - আইপিএলে খেলতে হলে অজিদের সামনে তিন শর্ত

শাস্ত্রী বলেন, আমরা এখন বিশ্বকাপকে সামনে রেখে নির্দিষ্ট ১৫ জনকে নিয়েই খেলার চেষ্টা করবোআর কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়

সম্প্রতি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিসিবি বিশ্রামে রেখেছিল। বিশ্বকাপকে সামনে রেখে আগামী দিনগুলোতে সিনিয়র ক্রিকেটাররা আর বিশ্রাম পাবেন না, এমনটি উল্লেখ করে শাস্ত্রী বলেন, তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার পর্বও শেষএখন থেকেই মনোযোগ দিতে হবে বিশ্বকাপেদল হয়ে খেলতে হবে

ইনজুরির হানা মুক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করে শাস্ত্রী বলেন, আশা করবো আমাদের কোনো ইনজুরি সমস্যা ধরা পড়বে না

বিশ্বকাপের মঞ্চে নিজেদের পারফরম্যান্স প্রদর্শনের আগে একটি হোম সিরিজ ও দুটি অ্যাওয়ে সিরিজ পাবে অস্ট্রেলিয়া। অ্যাওয়ে সিরিজ দুটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, যেখানে বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডের সাথে বেশ মিল পাবে ভারত। তাই ঐ দুই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি। যার কারণে দল গোছানোর কাজটাও ইতোমধ্যে শেষ করতে হয়েছে।

শাস্ত্রী বলেন, এখন আর খুব বেশি ম্যাচ বাকি নেইঅস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমরা ৮টি ওয়ানডে খেলবএগুলো খুবই কাজে দেবেএরপর আবার দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডেএই ১৩টি ম্যাচআমরা চেষ্টা করবো সবগুলো ম্যাচেই নিজেদের সেরা দলটা খেলাতে, যাতে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা যায়

আরও পড়ুন: বাংলাদেশ সফরের উইন্ডিজ টেস্ট দল ঘোষণা

Related Articles

স্ত্রীকে সঙ্গে নিতে পারবেন না পাকিস্তানিরা

‘বিশ্বাস ফিরিয়ে আনা’র লড়াইয়ে ব্যস্ত সৌম্য

ক্রিকেট থেকে হেলসের ‘অনির্দিষ্টকালের বিরতি’!

পাকিস্তানের বোলিং আক্রমণকে নির্বিষ বললেন মার্ক ওয়াহ

বিশ্বকাপ দলের সাথে ইমরানের কাছে গেলেন আমিরও!