Scores

প্রিমিয়ার লিগ খেলে হচ্ছে না বিশ্বকাপের প্রস্তুতি!

কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে, বিশেষত বিদেশের মাটিতে- প্রস্তুতি হয়ে উঠতে পারে সাফল্যের বড় উৎস। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলেছিলো ওয়ানডে ও টেস্ট সিরিজ। অথচ দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল নিয়ে।

প্রিমিয়ার লিগ খেলে হচ্ছে না বিশ্বকাপের প্রস্তুতি!

সামনে বিশ্বকাপ। ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ যে ফরম্যাটে হয় সেই ওয়ানডে ফরম্যাটেই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। তাহলে কি বিশ্বকাপের প্রস্তুতি অনেকাংশে সেরে নেওয়া যাচ্ছে ডিপিএলে খেলে?

Also Read - ডিপিএলের তৃতীয় পর্বের খেলার সূচি


ক্রিকেট অঙ্গনের অনেকে এমনটি মনে করলেও বিরোধিতা করছেন মোহাম্মদ মিঠুন। তিনি মএ করেন, আন্তর্জাতিক ক্রিকেটের বিরতিতে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে খেলার ধারাবাহিকতা ধরে রাখলেও তাতে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হচ্ছে না।

বুধবার (২৭ মার্চ) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মিঠুন বলেন, ‘প্রস্তুতি বলতে… এখন তো ঢাকা লিগ চলছে। ঢাকা লিগে ফোকাস করতে হচ্ছে। আর আলাদাভাবে প্রস্তুতি বলতে আমরা এখনও শুরু করিনি ওভাবে। শুরু করবো ইচ্ছে আছে।’

ইংল্যান্ডের কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনের বিস্তর ফারাকের কথা তুলে ধরে মিঠুন বলেন, ‘আর এখন বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে যদি চিন্তা করি ইংল্যান্ডের প্রস্তুতি হয়ে যাচ্ছে এটা ভুল। কারণ ওদের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন।’

তবে মিঠুন মনে করেন, আয়ারল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে স্বাগতিক দল ও উইন্ডিজের বিপক্ষে লড়বে ত্রিদেশীয় সিরিজে। আয়ারল্যান্ডের কন্ডিশনে ভালো করতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসও পাওয়া যাবে, এও জানেন মিঠুন।

তার ভাষ্য, ‘আয়ারল্যান্ড, ইংল্যান্ড আমরা যতটুকু জানি অনেকটাই এক। এটা অবশ্যই খুব ভালো কাজে দেবে আমাদের প্রস্তুতির জন্য। আর ওখানে ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ) আছে, ওরাও অনেক ভালো দল। আয়ারল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ড দলটাও খারাপ না। তাই ওদের বোলিং খেলতে পারলে ওখানেই আমাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!