
২০১০ সাল থেকে ২০১৯ সাল- এই এক দশকে ক্রিকেটে কী কী ঘটেছিল- তা নিয়ে বেশ আলোচনা ক্রিকেট অঙ্গনে। বিভিন্ন ফরম্যাটে গত দশকের সেরা একাদশ তৈরি করছেন অনেকে। কেউ কেউ দশকের স্মরণীয় মুহূর্তগুলোকে সামনে নিয়ে আসছেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেট সমর্থকদের একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘এই দশকে আপনার প্রিয় ক্রিকেটীয় স্মৃতি কী?’- আইসিসির এমন প্রশ্নের জবাবে অদ্ভুত মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
টুইটারে আইসিসির এমন প্রশ্নের জবাবে লতিফ জানিয়েছেন- ২০১০ সালে তিন পাকিস্তানির নিন্দিত স্পট ফিক্সিংই তার কাছে এই দশকের সবচেয়ে প্রিয় ক্রিকেটীয় স্মৃতি!
রশিদের এমন মন্তব্যে আলোচনার শোর উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য অনেকে মনে করছেন- লতিফের কাছে সেই ঘটনা কোনো ‘প্রিয় স্মৃতি’ নয়। বরং ভয়াবহ সেই ক্রিকেট-দুর্নীতি তার মনে কতটা দাগ কেটে গেছে, তাই বোঝাতে চেয়েছিলেন লতিফ।
২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করেছিলেন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। সেই ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞার পাশাপাশি জেলও হয় তাদের।
সেই ধাক্কা কাটিয়ে আমির ক্রিকেটে ফিরতে পারলেও জাতীয় দলে আর খেলা হয়নি বাট-আসিফের।
What is your favourite cricketing memory from this decade?
Go ?
— ICC (@ICC) December 24, 2019
Spot Fixing scandal 2010 London.
— Rashid Latif راشد لطیف ?? (@iRashidLatif68) December 25, 2019
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।