প্রেসিডেন্টস কাপে পেসারদের জয়জয়কার
বাংলাদেশ স্পিনএ শক্তিশালী বলে পরিচিত হলেও এবার ঘরোয়া টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। বল হাতে আলো ছড়িয়েছেন রুবেল-তাসকিনরা। স্পিনারদের ছাপিয়ে পেস বোলাররা দখল করে রেখেছেন শীর্ষস্থানগুলো।
তিন দলের এই টুর্নামেন্টের সবক’টি দলের পেস বোলাররা দারুণ পারফর্ম করেছেন। শীর্ষ উইকেটশিকারির তালিকায় প্রথম ছয়টি নামই পেসারদের। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া তামিম ইকবাল একাদশের অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন সবার ওপরে। ৪ ম্যাচে তিনি শিকার করেছেন মোট ১২টি উইকেট। সর্বশেষ ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে নেন ২৬ রানে ৫টি উইকেট। যদিও ম্যাচটি হেরেছে তার দল। ইকোনমিক রেট ৩.৯৭। দিয়েছেন ৩টি মেডেন।
Also Read - ডমিঙ্গোর আশা ভালো ‘দলনেতা’ হবেন তামিম১০টি উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন। এই ডানহাতি পেসারের ৬টি মেডেনসহ ইকোনমিক রেট ৪.১৮। ইনিংস সেরা বোলিং ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট।
সেরা তিনেই আছেন তামিম একাদশের আরেক বোলার মুস্তাফিজুর রহমান। স্বরূপে ফেরা মুস্তাফিজ শিকার করেছেন ৮টি উইকেট। তার ইকোনমিক রেট ৩.৫৭।
সমান ৭টি করে উইকেট শিকার করেছেন আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। তিনজনের মধ্যে সবচেয়ে কম ইকোনমিক রেট আল-আমিনের, ৩.৫৫! তাসকিন ও এবাদতের ইকোনমিক রেট যথাক্রমে ৪.০৮ ও ৫.৭৭। শুরু থেকে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন। চোটে পড়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই পেসার দারুণ পারফর্ম দেখিয়েছেন তিনি।
এছাড়া দুইটি করে ম্যাচ খেলে নাসুম আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী ও সুমন খান চারটি উইকেট পেয়েছেন। চারটি ম্যাচ খেলে চারটি উইকেট পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
একনজরে শীর্ষ দশ উইকেটশিকারি-
নাম | ম্যাচ | উইকেট | ইকোনমিক রেট |
মোহাম্মদ সাইফউদ্দিন | ৪ | ১২ | ৩.৯৭ |
রুবেল হোসেন | ৪ | ১০ | ৪.১৮ |
মুস্তাফিজুর রহমান | ৪ | ৮ | ৩.৫৭ |
আল-আমিন হোসেন | ৪ | ৭ | ৩.৫৫ |
তাসকিন আহমেদ | ৪ | ৭ | ৪.০৮ |
এবাদত হোসেন | ৪ | ৭ | ৫.৭৭ |
নাসুম আহমেদ | ২ | ৪ | ৩.০৯ |
আবু জায়েদ রাহী | ২ | ৪ | ৪.৮০ |
সুমন খান | ২ | ৪ | ৫.৯২ |
রিশাদ হোসেন | ৪ | ৪ | ৪.২১ |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।