প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে আবারো পিছিয়ে গেল বাংলাদেশ
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি হেরে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়লো জুনিয়র টাইগাররা।

প্রকাশিত হয়েছে - 2023-07-11T21:01:56+06:00
আপডেট হয়েছে - 2023-07-11T21:01:56+06:00
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে চার উইকেটের পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজে আবারো পিছিয়ে পড়ল বাংলাদেশ। আগে ব্যাট বাংলাদেশ সংগ্রহ করে ২৪১ রান। জবাবে পাঁচ বল হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দল। ৩.১ ওভারে ১৯ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ওপেনার আদিল বিন সিদ্দিক বিদায় নেন ১৩ বলে ৮ রান করে। রিজওয়ান চৌধুরী ছাড়া টপ অর্ডারের সবাই ব্যর্থ হন। নাঈম আহমেদ ১০ বলে ৬ রান, আরিফুল ইসলাম ১২ বলে ৬ রান ও আহরার আমিন ১১ বলে ১ রান করেন।
৭০ রানে চার উইকেট হারায় যুবারা। তারপর পঞ্চম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন শিহাব জেমস ও রিজওয়ান। ৩৭ বলে ২৯ রান করে বিদায় নেন শিহাবও। বিদায়ের আগে তিনি পাঁচটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান। তারপর জাকারিয়া ইসলাম শান্ত আউট হন ৯ বলে ৬ রান করেই। ফলে ১২৬ রানে ছয় উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে স্বাগতিকরা।
মাহফুজুর রহমানের সাথে ৩২ রানের জুটি গড়ে সপ্তম ব্যাটার হিসেবে বিদায় নেন ওপেনার রিজওয়ান। করেন ৭৭ রান। রিজওয়ানের ৯৮ বলের ইনিংসে ছিল দুইটি চার ও চারটি ছক্কা। ১৫৮ রানে সাত উইকেট পড়ে বাংলাদেশের।
তারপর দুর্দান্ত ব্যাটিং করেন মাহফুজ। রাফিউজ্জামানকে নিয়ে অষ্টম উইকেটে তিনি গড়েন ৭৬ রানের জুটি। রাফি বোল্ড হলে এই জুটি ভেঙে যায়। বিদায়ের আগে রাফির ব্যাট থেকে আসে ৩৪ বলে ২৩ রান। নবম ব্যাটার হিসেবে ইনিংসের শেষ বলে আউট হন মাহফুজ। তার আগে তিনি খেলেন ৬৬ বলে ৭৪ রানের দারুণ ইনিংস। তার ইনিংসটি তিনটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল।
নির্ধারিত ৪৮ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল সংগ্রহ করে ২৪১ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ত্রিস্টান লুস নেন চারটি ও সিফো পটসেন নেন দুইটি উইকেট।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের উদ্বোধনী জুটিই ১২৫ বলে ১২৫ রান এনে দেয়। ওখানেই মনে হচ্ছিল একপেশে ম্যাচ হতে যাচ্ছে এটি। এই উদ্বোধনী জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন শিহাব। তারপর দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি কমে থাকে। বাংলাদেশও ম্যাচটি ক্লোজ করে ফেলেছিল। কিন্তু তীরে এসে ডুবে যায় লাল-সবুজের তরী।
ম্যাচের আর মাত্র পাঁচ বাকি থাকতে জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে আরিফুল ও মাহফুজ দুইটি করে উইকেট নেন।
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয়টি বাংলাদেশ জিতেছিল। তৃতীয় ম্যাচটি হেরে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়লো জুনিয়র টাইগাররা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।