Scores

‘প্রয়োজন’ ছিল তামিমের শাস্তি!

জাতীয় দলের ম্যানেজার, টেকনিক্যাল ডিরেক্টর ও বর্তমানে কোচের ভূমিকায় থাকা খালেদ মাহমুদ সুজন মনে করছেন, উইকেট সম্পর্কে খোলামেলা সমালোচনা করায় বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের শাস্তি ‘প্রয়োজন’ ছিল। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানান সুজন।

'প্রয়োজন' ছিল তামিমের শাস্তি!
তামিম ইকবাল। ছবিঃ বিডিক্রিকটাইম

 

উল্লেখ্য, বিপিএল চলাকালে অনুপযোগী উইকেট সম্পর্কে খোলামেলা মন্তব্য করার অভিযোগে সম্প্রতি তামিমকে পাঁচ লাখ টাকা জরিমানা করে বিসিবি।

Also Read - মিডিয়ার মুখোমুখি হওয়া নিয়ে বিসিবির কড়াকড়ি


সাংবাদিকদের কাছে সুজন জানান, তার মতে তামিমের জন্য এই শাস্তি প্রয়োজনই ছিল। তিনি বলেন, ‘শাস্তিটা বোধ হয় প্রয়োজন ছিল। সেজন্যই হয়েছে। দিন শেষে ভালো খেলতে হবে সেটাই আমাদের কাজ।’

সুজনের মতে, উইকেট নিয়ে সংবাদমাধ্যমের সামনে সমালোচনা না করে সেটা বিসিবিতে বলাই উচিত ছিল তামিমের, ‘বিসিবিতে এত লোক আছে, অভিযোগ থাকলে বিসিবিকে জানানোই ভালো মনে হয়। অনেক ডিপার্টমেন্ট আছে। সভাপতিকেও বলতে পারে।’

গত বছর অস্ট্রেলিয়াকে হারানো ঐতিহাসিক ঢাকা টেস্টের পর মিরপুরের আউটফিল্ড ও উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল আইসিসি। এরপর তামিমের এমন বক্তব্যে মিরপুরে খেলাও বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা সুজনের। কথা প্রসঙ্গে জানালেন, ঢাকার মাঠ বন্ধ হয়ে গেলে মাঠ সংকটেও পড়তে হতে পারে বাংলাদেশকে।

সুজনের ভাষ্য, ‘সেটা যখন আন্তর্জাতিক মিডিয়াতে যায় তখন আমাদের ক্ষতির কারণ হতে পারে, তা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ঢাকায় এর (মিরপুর) বাইরে কিন্তু আর ভেন্যু নেই। ঢাকার মাঠ বন্ধ হয়ে গেলে খেলা দেবেন কোথায় আপনি?’

এদিকে বিতর্কের জন্ম দিয়ে বড় শাস্তি পাওয়া আরেক ক্রিকেটার সাব্বির রহমান প্রসঙ্গে সুজন বলেন, ‘সাব্বিরের ব্যাপারে ম্যাচ রেফারির রিপোর্ট প্রাধান্য পেয়েছে। শাস্তিটা যেটাই হয়েছে… কিছু সময় আপনি যখন সর্বোচ্চ অন্যায় করেন আপনাকে সেটা মানতেই হবে। সাব্বির অনেক ইয়াংস্টারের রোল মডেল। সাব্বিরের মতো হতে চায়। সাব্বিরকে সেটা মাথায় রাখতে হবে।’

আরও পড়ুনঃ সাব্বিরের শাস্তি মেনে মাশরাফির বার্তা

Related Articles

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের প্রশ্নের জবাবে রফিক

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত