Scores

প্লাঙ্কেটের বিরুদ্ধে টেম্পারিংয়ের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিয়াম প্লাঙ্কেট বল টেম্পারিং করেছেন- গত কয়েক ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম সরব ছিল এমন অভিযোগে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি যাচাই-বাছাই করে জানিয়েছে, প্লাঙ্কেটের নামে এমন অভিযোগ ভিত্তিহীন।

প্লাঙ্কেটের বিরুদ্ধে টেম্পারিংয়ের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

গত ১১ মে সাউদাম্পটনে ইংল্যান্ডের মুখোমুখি হয় সফরকারী পাকিস্তান। ম্যাচে জয়ের সুবাস পেলেও ডেথ ওভারে দারুণ বল করে দলকে জয় এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন প্লাঙ্কেট। তার আগে পাকিস্তানের ইনিংসের ৪২তম ওভারে প্লাঙ্কেটের ভঙ্গিমা দেখে সন্দেহ হয় বল টেম্পারিংয়ের।

Also Read - "বুমরাহ'ই বর্তমান বিশ্বের সেরা বোলার"


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে দেখা যায়, হাত দিয়ে বল ঘষছেন প্লাঙ্কেট। এমনটি অবশ্য বোলাররা করেই থাকেন। তবে প্লাঙ্কেটের হাতে এমন কিছু ছিল কি না যা বলের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে তথা বল টেম্পারিং হয়ে থাকতে পারে- অভিযোগ ছিল এমনই।

ফেসবুক ও টুইটারের মত সাইটে এই অভিযোগ দেখে নড়েচড়ে বসে খোদ আইসিসিও। তারাও বিষয়টির ‘ময়নাতদন্তে’ নামে। তবে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও ম্যাচ অফিসিয়ালদের সাথে কথা বলে আইসিসি জানিয়েছে, প্লাঙ্কেট বল টেম্পারিং করেননি।

প্লাঙ্কেটের বিরুদ্ধে টেম্পারিংয়ের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়-

‘আইসিসি নিশ্চিত করছে, ম্যাচ অফিশিয়ালরা সন্তুষ্ট। প্লাঙ্কেটের দ্বারা বলের কন্ডিশন বদলানোর কোনো চেষ্টা করা হয়নি অথবা এমন কোনো প্রমাণ শনিবার সাউদাম্পটন ম্যাচের ওভারপ্রতি ফুটেজ নিরীক্ষায় পাওয়া যায়নি।’

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বল টেম্পারিংয়ের ঘটনা কমলেও একসময় ছিল অহরহ। গত বছরের মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার অভিযোগে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১২ মাস এবং তরুণ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনার পর টসের নিয়মই পাল্টে যায়

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

এলিট প্যানেলে ভারতীয় আম্পায়ার, বাদ পড়লেন লং

পাল্টাপাল্টি কথার লড়াইয়ে মেতেছে ভারত-পাকিস্তান