██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

প্লে-অফের আগে ছন্দে ফিরে খুশি শরিফুল

দল নিয়েও দারুণ আশাবাদী শরিফুল।

প্লে-অফের আগে ছন্দে ফিরে খুশি শরিফুল

প্লে-অফের আগে ছন্দে ফিরে খুশি শরিফুল

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2025-01-31T01:06:34+06:00

আপডেট হয়েছে - 2025-01-31T01:06:34+06:00

বিপিএলের শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেননি শরিফুল ইসলাম। তবে শেষ দিকে এসে ছন্দে ফিরেছেন তিনি। চিটাগং কিংসের হয়ে সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন শরিফুল। ম্যাচটা ৯৬ রানে জিতেছে চিটাগং কিংস।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  শরিফুল ইসলাম। 

সিলেটকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং। লিগ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে সুযোগ আছে কোয়ালিফায়ারে খেলারও। এমন সময়ে শরিফুলের ছন্দে ফেরা নিশ্চিতভাবেই ইতিবাচক ব্যাপার চিটাগং কিংসের জন্য। শরিফুল নিজেও বেজায় খুশি।

সিলেট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘শুরুতে (ভালো) হচ্ছিল না আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। পরে কোচ আমার সাথে ইতিবাচকভাবে মিটিং করে। আমার উপর বিশ্বাস রাখে। সাথে নাসু (নাসির আহমেদ) ভাইও। বলে যে যত ম্যাচ খেলবা তত ছন্দ আসবে। অইটা নিয়েই কাজ করছিলাম। বেশি বেশি নতুন বলে বল করছিলাম। এখন আলহামদুলিল্লাহ চলে আসছে।’


শরিফুল আরও বলেন, ‘আসলে ইঞ্জুরির পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল। বডিটা একটু আগে পড়ে যাচ্ছিল। সেটা নিয়েই (কাজ করেছি) প্র্যাকটিসে।’

 

এছাড়া দল নিয়েও বেশ খুশি শরিফুল। তিনি বলেন, ‘দল যেমনই হোক সবাই ভাবে আমরা সুপার ফোরে খেলব। আমাদের সেই আত্মবিশ্বাস ছিল। একদিন হয়ত ব্যাটাররা ভালো খেলছে। কোনো দিন বোলাররা দ্রুত উইকেট ফেলে দিচ্ছে। এটা ভালো দিক। এভাবে খেলতে থাকলে হয়ত দ্বিতীয় স্থানে যেতে পারব।’

 

এবারের বিপিএলে চরমে পেমেন্ট বিতর্ক। পেমেন্টের ব্যাপারে চিটাগং কিংসের অবস্থা জানিয়ে শরিফুল বলেন, ‘পেমেন্টের ইস্যুটা কী বলব, উনি (দল মালিক) আজকে অনেক প্লেয়ারকে দেওয়ার কথা। আজকের দিন পার হলে বুঝতে পারব। আমি টুর্নামেন্ট শুরুর আগেই পেয়েছি। (স্যাটিসফাই করার ব্যাপার থাকে কিনা আপনাদের) (হাসি) না এমন কোনো কথা হয় নাই। আশা করি সবার পেমেন্টটা দিবে।’

 

ভালো সময়, খারাপ সময় মিলে অবস্থা নিয়ে শরিফুল বলেন, ‘আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি সবার জীবনে ভালো এবং খারাপ সময় আছে, আসবে। আমি দুইটা সময় এঞ্জয় করতে চাই। খারাপ সময় আসছে ভেঙে পড়লে হয়ত আরও বেশি আসবে। আমি মেনে নিতে চাই।’

 

শরিফুল আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের দলের বোলিং ব্যাটিং দুইটাই খুব ভালো। যেদিন ব্যাটিং ভালো করে বোলাররা ম্যাচ উইনিং পারফরম্যান্স করে। বোলাররা ম্যাচ উইনিং করলে ব্যাটাররাও চেষ্টা করে। আমরা আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স দল, বলা যায়।’

 

ম্যাচে খালেদ আহমেদও নিয়েছেন ৪ উইকেট, সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। সে ব্যাপারে শরিফুল বলেন, ‘আমি খালেদ ভাইকে বলেছিলাম আপনি একটা স্লিপ নেন। হ্যাটট্রিক চান্স, ৫টার চান্স। আমি চাচ্ছিলাম আপনি ৫টা নেন। (মোহাম্মদ) মিঠুন ভাইও একমত ছিল স্লিপ নিতে। উনি করতে পারলে ভালো হত।  এই বছরের প্রথম হ্যাটট্রিকটা হোক আপনার। ওই ওভারে শেষ করে দিলে ভালো হত। (রান আউট না করলেও হতো কিনা) না আসলে টিম ফার্স্ট। পরে আবার নাও পেতে পারতাম।’

 

ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদি এবং হোস্ট ইয়াশা সাগরের ব্যাপারে শরিফুল বলেন, ‘না আমার এই পর্যন্ত হোস্টের সাথে দেখা অইভাবে হয় নাই। আফ্রিদির সাথে হাই হ্যালো হয়েছে আর কোনো কথা হয় নাই। আমি আসলে মনে করি না হোস্ট কোনো প্লেয়ারকে চাঙা করে।’


১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের ৩য় স্থানে রয়েছে চিটাগং কিংস।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.