Scores

প্লে-অফের সূচি প্রকাশ, বাদ পড়ল চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৩৮তম ম্যাচ শেষেই শিরোপার লড়াই থেকে বাদ পড়ে গেল চেন্নাই সুপার কিংস। ইতোমধ্যে প্লে-অফের সূচিও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

প্লে-অফের সূচি প্রকাশ, বাদ পড়ল চেন্নাই
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

চলতি আইপিএলের প্লে-অফের তিনটি ম্যাচ ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে ৫ নভেম্বর। পরের দিন এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে, ৬ নভেম্বর। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও আবুধাবিতে মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে এই ম্যাচটি হবে ৮ নভেম্বর।

আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। শিরোপার লড়াই মাঠে গড়াবে দুবাইয়ে। প্লে-অফের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

Also Read - জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ পাপন


প্লে-অফের ওঠার লড়াইয়ে টিকে আছে ৭টি দল। এই লড়াই থেকে কেবল ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ব্যাঙ্গালোরের বিপক্ষে বড় জয়ের পরেও তারা আশা টিকিয়ে রেখেছিল। কিন্তু রাতের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারানোর ফলে ছিটকে গিয়েছে চেন্নাই। অবশ্য তার আগেই নিজেদের বিদায় মেনে নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স।

একনজরে আইপিএলের পয়েন্ট টেবিল

দলজয়হারপয়েন্টনেট রান রেট
১.       মুম্বাই ইন্ডিয়ান্স১৪+১.২৫২
২.       দিল্লি ক্যাপিটালস১৪+০.৪৩৪
৩.       রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১৪+০.০৯২
৪.       কলকাতা নাইট রাইডার্স১২-০.৪৭৬
৫.       কিংস ইলেভেন পাঞ্জাব১০-০.১০৩
৬.       রাজস্থান রয়্যালস১০০.৫০৫
৭.       সানরাইজার্স হায়দরাবাদ+০.০২৯
৮.       চেন্নাই সুপার কিংস-০.৬০২

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে নিজের ‘আইডল’-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের