Scores

পয়েন্ট টেবিল: ক্যারিবীয়দের হারিয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

ক্যারিবীয়দের ৭ উইকেটে হারিয়ে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের পরের অবস্থানেই রয়েছে টাইগাররা।

 

Also Read - বাংলাদেশ বন্দনায় টুইটার ঝড়


সোমবারের (১৭ জুন) ম্যাচের আগে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়া জয়ে বাংলাদেশ এক লাফে উঠে এসেছে টেবিলের পঞ্চম স্থানে। পয়েন্ট টেবিলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা (যথাক্রমে) অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ইংল্যান্ড ছাড়া বাকি ৫ দলের চেয়ে বর্তমানে বেশ ভালোভাবেই এগিয়ে আছে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে থাকা শ্রীলঙ্কা, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানন প্রত্যেকেই খেলেছে বাংলাদেশের সমান ৫টি করে ম্যাচ; ৪টি ম্যাচ খেললেও আফগানিস্তান জিততে পারেনি একটি ম্যাচেও।

পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের মাঝে বাংলাদেশ খেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে। অস্ট্রেলিয়া (২০ জুন) ও ভারতের (২ জুলাই) বিপক্ষে ম্যাচ দুটি জিততে পারলে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা বেড়ে যাবে। একইসাথে জয় তুলে নেওয়া আপ্রাণ চেষ্টা করতে হবে আফগানিস্তান (২৪ জুন) ২ পাকিস্তানের (৫ জুলাই) বিপক্ষে।

একনজরে বিশ্বকাপের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় পরাজয় ফলহীন পয়েন্ট
১. অস্ট্রেলিয়া
২. নিউজিল্যান্ড
৩. ভারত
৪. ইংল্যান্ড
৫. বাংলাদেশ
৬. শ্রীলঙ্কা
৭. উইন্ডিজ
৮. দক্ষিণ আফ্রিকা
৯. পাকিস্তান
১০. আফগানিস্তান

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপে আফগানরা ইচ্ছা করে বাজে খেলেছেন!

বিশ্বকাপ না জিতলে খেলা ছেড়ে দিতেন বাটলার!

‘সবসময় সতর্ক থাকি কখন শ্যাম্পেইনের বোতল আসবে’

ফাইনালের ভুল স্বীকার করলেন ধর্মসেনা তবে…

‘এটা ক্রিকেট, এটা জীবনেরই অংশ’