Scores

ফখর জামানের কঠোর সমালোচনায় গাভাস্কার

পাকিস্তানি ক্রিকেটার ফখর জামানের সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু ক্রিকেট সমর্থকরাই নন, এই স্রোতে গা ভাসিয়েছেন ক্রিকেটের বড় মুখ সুনীল গাভাস্কারও। পাকিস্তান-ভারত ম্যাচে ফখরের উদ্ভট কাণ্ডের জন্য কঠোর সমালোচনা করেছেন তিনি।

ফখর জামানের কঠোর সমালোচনায় গাভাস্কার

ঐ ম্যাচে ৬.৩ ওভার বল করেন ফখর। এর মধ্যে ভারতের ইনিংসের ১৮তম ওভারে তিনি বল করছিলেন ক্যাপ বা টুপি পরিধান করে, যা কিনা ছিল অদ্ভুতভাবে উল্টোদিকে ঘুরিয়ে পরা। এতেই সমালোচনার মুখে পড়েছেন ফখর।

দেশকে প্রতিনিধিত্ব করা দলের অংশ হয়ে ফখরের এভাবে ক্যাপ পরিধান করাকে নেতিবাচকভাবে দেখছেন গাভাস্কার। ম্যাচ চলাকালে এমন ‘ভুল’ দেখে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের শুধরে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।

Also Read - মুশফিক-মুস্তাফিজকে নিয়েই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ


গাভাস্কার বলেন-

‘অধিনায়কের ফখর জামানকে বলা উচিত ছিল, এটি জাতীয় দলের টুপিএটাকে নিষ্ঠার সঙ্গে পরা উচিৎ।’

ফখর চাইলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এমনটি করতে পারতেন- এমনও উল্লেখ করেন গাভাস্কার। স্টার স্পোর্টসের টেলিভিশন শো’তে এই কিংবদন্তী আরও বলেন, ‘তুমি চাইলে পাকিস্তান সুপার লিগে এমন করতে পারোকিন্তু মাথায় রাখা উচিৎ, এটা জাতীয় দলের খেলা।’

ফখরের সমালোচনার পাশাপাশি স্বদেশী ক্রিকেটার দীনেশ কার্তিকের ভুলও ধরিয়ে দিয়েছেন গাভাস্কার। নামের দুই শব্দের প্রথম দুই ইংরেজি বর্ণ ব্যবহার করে কার্তিক তার জার্সিতে লিখিয়েছেন ‘ডিকে’। একেও ভালোভাবে নিচ্ছেন না গাভাস্কার। তার মতে, এক্ষেত্রে কার্তিকের উচিত ছিল সঠিক নাম ব্যবহার করা, কেননা তার নামের মাধ্যমেই সবার কাছে পরিচিত তিনি।

গাভাস্কারের ভাষ্য, ‘ডিকে তার ডাক নাম হতেই পারেতবে জার্সির নাম আর নম্বর দিয়েই একজন ক্রিকেটার পরিচিতি পায়।’

স্বাগতিক পাকিস্তান এবং ভারত দুই দলই উঠেছে এশিয়া কাপের পরের রাউন্ডের। গাভাস্কারের তিরস্কারের পর ফখর জামান ও দীনেশ কার্তিক নিজেদের ভুল শুধরে নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: আশরাফুলদের বিপক্ষে সোহানের দুর্দান্ত শতক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’