
চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। বিগত বছরগুলোতে বিসিএল দেশব্যাপী আয়োজন করা হলেও, নতুন মৌসুমের প্রথম এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দেশের মাত্র দু’টি ভেন্যুতে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর দু’টি মাঠে আসন্ন বিসিএলের পঞ্চম আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি।
সোমবার গ্রাউন্ডস কমিটির এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। ইংল্যান্ড জাতীয় দলের মাসব্যাপী বাংলাদেশ সফর, এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে হোম অব ক্রিকেট ছাড়াও চট্টগ্রামের মাঠে সফরকারিদের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের খেলা থাকার ফলে বিসিএল আয়োজনের জন্য ফতুল্লা ও বিকেএসপিকে নির্বাচন করা হয়েছে।
সভায় ভেন্যু হিসেবে বগুড়ার নাম উঠে আসলেও, দূরত্ব আর ক্রিকেটারদের যাতায়াতের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত তা গ্রহণ করা হয়নি। অন্যদিকে এবারের আসরেও স্পোর্টিং উইকেট তৈরীর জন্য কিউরেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হানিফ ভূুঁইয়া।
উইকেট তৈরীর ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, “আমি নিজেও বাউন্সি উইকেট সবসময় চাই। আমি চাই এমন একটা উইকেট যেখান থেকে স্পিন ও বাউন্স দুটোই যাতে বোলাররা আদায় করে নিতে পারে। আমরা মিটিং করেছি নির্দিষ্ট কোনও জায়গায় বাউন্সি করে দেব। বাউন্সি উইকেট যখন লাগবে তখন ওই জায়গায় যেন খেলাটা যায়। স্পিন পিচের জন্য যেটা আছে সেটাও আমরা দেখছি নির্দিষ্ট করা যায় কিনা।”
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম