ফরহাদ রেজার খরুচে ওভারের পরও বিশ্বাস ছিল মেহেদীর
টুর্নামেন্ট শুরুর আগে বলাবলি হচ্ছিল- আসরের সবচেয়ে কম শক্তিমত্তার দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। ‘এ’ গ্রেডের খেলোয়াড়বিহীন রাজশাহীকে তাই গোণায় ধরছিলেন না অনেকে। অথচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে সেই রাজশাহীই ভড়কে দিয়েছে বেক্সিমকো ঢাকাকে।
মুশফিকুর রহিমদের বিপক্ষে জয়ের মূল নায়ক তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান। বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আগেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) মেহেদী নিজের জাত চেনালেন নতুন করে। ব্যাট হাতে ঝড়ো অর্ধশতকের পর (৩২ বলে ৫০) বল হাতে ৪ ওভারে ২২ রানের খরচায় একটি উইকেট। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সের দ্যুতি বেড়ে যাবে জানলে- ম্যাচের ভাগ্য নির্ণায়ক শেষ ওভারটিও তার করা।
Also Read - আফগানদের পাকিস্তান সফরের আমন্ত্রণ দিলেন ইমরান১৭০ রানের লক্ষ্যে ছোটা ঢাকা কাঙ্ক্ষিত স্কোরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ১৯তম ওভারেই। ফরহাদ রেজার করা ঐ ওভার থেকে মুক্তার আলী ও সাব্বির রহমান নেন ২১ রান, এর মধ্যে মুক্তারই হাঁকান তিনটি ছক্কা। ঐ ওভারের পর শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল মাত্র ৯ রান।
মেহেদী দুর্দান্ত ওভার থেকে ঢাকা মাত্র ৬ রান নিতে সক্ষম হয়। আগের ওভারে ফরহাদ রেজার উপর চড়াও হওয়া মুক্তারই ছিলেন স্ট্রাইকে। একটি বিতর্কিত নো-বলের সুবাদে ফ্রি হিটও পেয়েছিলেন। এতকিছুর পরও জয়ের বিশ্বাস হারাননি মেহেদী।
ম্যাচ শেষে মেহেদী জানান, ‘প্রথমত আমার অনেক বিশ্বাস ছিল, দ্বিতীয়ত অধিনায়কেরও বিশ্বাস ছিল। সেই বিশ্বাস থেকে আমাকে বল দিয়েছেন। দলের সবাই বিশ্বাস করছিল। আমি যা করতে চেয়েছি তাই আরকি হয়ে গেছে। ডেলিভারিগুলো প্রত্যাশা অনুযায়ী হয়েছে।’
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় স্বস্তিতে মেহেদী। ম্যান অব ম্যাচ হয়েছেন তিনি, তবে বেশিই তৃপ্তি দলের সাফল্যে অবদান রাখতে পেরে।
তিনি জানান, ‘ভালোভাবে টুর্নামেন্টটা শুরু হল। আজকে তো প্রথম ম্যাচ ছিল। প্রত্যাশা অনুযায়ীই শুরু হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ হলে সবসময়ই অসাধারণ লাগে। আমার ক্ষেত্রেও তাই। ব্যাটিং-বোলিং দুটিতেই দলের জন্য অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
‘পরের ম্যাচের পরিকল্পনা সেই ম্যাচের আগের দিন জানতে পারব। পরিকল্পনা অনুযায়ী না খেললে ভালো করা সম্ভব না। অবশ্যই পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।