SCORE

ফর্মে ফিরেও অখুশি সৌম্য

দুঃস্মৃতির দক্ষিণ আফ্রিকা সফরে ম্রিয়মাণ বাংলাদেশের একটু স্বস্তিজনক কিছু থেকে থাকলে সেটি বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের ফর্মে ফেরা।

 

Also Read - বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছে হোম অব ক্রিকেট

টেস্ট ও ওয়ানডে সিরিজে সুবিধা করতে না পারলেও টি-২০ সিরিজে চওড়া ছিল সৌম্য সরকারের ব্যাট। প্রথম টি-২০’তে বাংলাদেশ যা প্রতিরোধ গড়তে পেরেছিল, সেটি সৌম্যর ৪৭ রানের ইনিংসে ভর করেই। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারের ‘রোগ’ ফিরে এলেও ঐ ম্যাচেও সৌম্য খেলেছিলেন ৪৪ রানের স্বস্তিদায়ক ইনিংস।

দীর্ঘদিনের রান খরা কাটানো সৌম্য এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের আইকন ক্রিকেটার। দলের প্রত্যাশা ও ভরসা তাই তার উপরই। এখনও সৌম্যর দলের বিপিএল মিশন শুরু হয়নি। মঙ্গলবার দলটির প্রথম ম্যাচ। ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে সৌম্যর কথায় উঠে আসে দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গও।

টি-২০ সিরিজে রানের দেখা পেয়ে নিন্দুকদের মুখ কিছুটা হলেও বন্ধ করতে পেরেছেন। অথচ সৌম্য বলছেন, এমন পারফরমেন্স তিনি করতে চান না বিপিএলে!

সৌম্যর কথায় অবশ্য যুক্তি আছে। ইনিংস বড় করেও ফিফটির মাইলফলকে না যেতে পারা বড় এক আক্ষেপই; সেটা দলের জন্যও, ব্যক্তিগতভাবেও। সেই আক্ষেপে পুড়তে চান না বলেই হয়ত সৌম্যর এমন কথা।

তিনি বলেন ‘(বিপিএলে) ওই ফর্মটা ধরে রাখতে চাই না! ৩০-৪০ করে আউট না হয়ে আরও বেশি রান করতে চাই। ওখানে খেলার ধরনটা আলাদা ছিল। এখানে পরিস্থিতি অন্য রকম থাকতে পারে। চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলতে।’ 

সৌম্য বলেন, ‘ওখান থেকে কিছু শিখেই সফরটা ভোলা উচিত। না শিখে যদি ভুলি, সেটা খুব খারাপ হবে!’ 

দীর্ঘ সময় দেশের বাইরে থেকে বাংলাদেশের উইকেটে শুরুটা করতে হবে নতুন করে- এমনই অভিমত তার। তিনি বলেন, ‘দেড় মাস দেশের বাইরে ছিলাম। এখন আবার দেশে খেলা। এ উইকেটে নতুন করে শুরু করতে হবে। এখানে আবার সন্ধ্যার পর শিশির পড়ে। দুপুরের দিকে স্পিন ধরে। সবকিছু বুঝে প্রস্তুতি নিচ্ছি।’ 

আরও পড়ুনঃ যুব এশিয়া কাপের দল ঘোষণা

Related Articles

বিসিবি ও চিটাগং ভাইকিংসকে সিকান্দার রাজার ‘ধন্যবাদ’

আশরাফুলকে দেখে ক্রিকেটে আগ্রহ আল-আমিনের

ব্যর্থতার কারণ জানেন না রনকিও

বড় জয়ে শেষ চারের লড়াইয়ে টিকে রইলো নাসিররা

এক ম্যাচে নাসিরের দুই মাইলফলক স্পর্শ