ফাইনালেও শামসুর ভালো করবেন, বিশ্বাস অধিনায়কের
গত আসরে অবহেলা সহ্য করেছেন, এবার দলের সাথে থেকেও সুযোগ পাচ্ছিলেন না শুরুর দিকে। বিপিএলের শেষদিকে এসে সেই শামসুর রহমান শুভই দলের সবচেয়ে উজ্জ্বল ক্রিকেটারদের একজন। সোমবার (৪ ফেব্রুয়ারি) তার ব্যাটে ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে সহজ জয়।
আর এই জয়ে দলটি নিশ্চিত করেছে ফাইনাল ম্যাচ। রংপুর রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারের রাস্তা দেখানো সেই ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কার সহায়তায় শামসুর খেলেন ১৫ বলে ৩৪ রানের অপরাজিত এক অনবদ্য ইনিংস।
ম্যাচ শেষে শামসুর তাই কুড়িয়ে নিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ও জাতীয় দলের একসময়ের সতীর্থ ইমরুল কায়েসের প্রশংসা।
Also Read - নিউজিল্যান্ডে নিজেদের সুযোগ দেখছেন রুবেলশামসুরের ব্যাটিং দলের জন্য কতটা কার্যকর হচ্ছে এবং তার উপর দলের আস্থা-বিশ্বাস কতটুকু, সেটি জানিয়ে ইমরুল বলেন, ‘শামসুরের ব্যাটিংটা আমাদের টিমের জন্য খুব দরকারী এবং কার্যকরী হচ্ছে। একদিন তিনে খেলাচ্ছি, একদিনে চারে খেলাচ্ছি, ওকে আমরা বিভিন্ন জায়গায় ব্যাটিং করাচ্ছি পরিস্থিতি অনুযায়ী।’
দীর্ঘদিন দলে জাতীয় দলে নেই শামসুর। তবে তার বর্তমান ফর্ম যেন আবারও তাকে দলে ফেরানোর দাবি জানাচ্ছে। ইমরুল মনে করেন, শামসুরের খেলার মান আগের মত ভালো রয়েছে বলেই রান পাচ্ছে তার ব্যাট, ‘শুভ (শামসুর) কিন্ত জাতীয় দলে খেলেছে, তার কোয়ালিটি ওরকমই আছে। একবার বিপিএলে অনেক রান (৪২১) করেছে। তার কোয়ালিটি আছে বলেই রান করতে পারছে।’
এ সময় ইমরুল আশাবাদ ব্যক্ত করেন- ফাইনাল ম্যাচেও শামসুর রহমানের ব্যাট থেকে এমন দারুণ ইনিংস আসবে। তিনি বলেন, ‘ফাইনালেও বিশ্বাস করি ভালো করবে। শুভর মতো খেলোয়াড় ভালো খেললে ভালো লাগে। এরা তো কোয়ালিটিফুল খেলোয়াড়।’
চলমান ষষ্ঠ বিপিএলে শামসুর এখন পর্যন্ত খেলেছেন ৯টি ম্যাচ। সিলেট পর্ব থেকে নিয়মিতভাবে একাদশে থাকা এই ক্রিকেটারের আসরে মোট রান ২১০। কোনো ফিফটি না থাকলেও দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমে খেলেছেন কার্যকরী ইনিংস। আর এর তিনটি ইনিংসেই ছিলেন অপরাজিত।