Scores

ফাইনালের উত্তেজনা সইতে না পেরে মারা গেলেন নিশামের কোচ

লর্ডসে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনালের ম্যাচের উত্তেজনা সইতে না পেরে মারা গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামের হাইস্কুলের কোচ ডেভ গর্ডন। টুইটারে তার আত্মার শান্তি কামনা করেছেন নিশাম।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ধরা হচ্ছে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। কী ছিল না এই ম্যাচে। টানটান উত্তেজনা, দুই দলের ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে টেনশন। সেই সাথে সবকিছু ঠিক রেখে ম্যাচ খেলা তো রয়েছেই। ক্রিকেটে এই ধরণের উত্তেজনা সইতে না পেরের মৃত্যুর ঘটনা অনেক। তবে এইদিন এটির শিকার হয়েছেন ব্ল্যাকক্যাপস অলরাউন্ডার নিশামের কোচ।

Also Read - বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মোসাদ্দেক


ফাইনালে সুপার ওভারে নিশামের ছয় দেখেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নিশামের কোচ ডেভিড গর্ডন। তার মেয়ে লিওনি গর্ডন জানান, “সুপার ওভারের সময় একজন নার্স বাসায় এসেছিল। তখন বলল বাবাব্র শ্বাসপ্রশ্বাসের পরিবর্তন হচ্ছে। বিশ্বাস করবেন কি না জানিনা, নিশাম যখন ছয় হাঁকাল ঠিক তখনি বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন।”

নিজের হাইস্কুলের কোচ গর্ডনকে সম্মান জানিয়েছেন বৃহস্পতিবার সকালে। টুইটারে এক কোচের প্রতি নিজের আবেগ ও ভালোবাসার কথা জানান নিশাম। টুইটারে লিখেন,

“আমার হাইস্কুল শিক্ষক, কোচ ও একজন ভালো বন্ধু ছিলেন ডেভ গর্ডন। এ খেলার প্রতি আপনার ভালোবাসা অতুলনীয়। বিশেষ করে আমি তাঁদেরকে ভাগ্যবান মনে করছি যারা কিনা আপনার অধীনে খেলতে পেরেছে। আশা করি আপনি গর্ব নিয়েই বিদায় নিতে পেরেছে। ওপারে ভালো থাকবেন।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের ‘বিশেষ নিরাপত্তা দল’ও যাবে পাকিস্তানে

দল ব্যর্থ হলেই দোষারোপ করা হত মঈন আলীকে!

ম্যাচের আগের দিন পাকিস্তানে পৌঁছাবেন ক্রিকেটাররা!

চারদিনের টেস্টের বিরুদ্ধে মুশফিক

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ